ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বিপিএলে বাতিল হওয়ায় দর্শকদের উদ্দেশে যে বার্তা দিল বিসিবি

আজ থেকেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্ব শুরু হওয়ার কথা থাকলেও অনুষ্ঠিত হয়নি দিনের প্রথম ম্যাচ। ক্রিকেটারদের সংগঠন কোয়াবের পূর্বঘোষিত সব ধরনের ক্রিকেট বয়কট কর্মসূচির অংশ হিসেবে খেলোয়াড়রা বিপিএলের আজ ঢাকা পর্বের ম্যাচে অংশ নেননি।

ঢাকা পর্বের প্রথম ম্যাচে দুপুর সাড়ে ১২টায় টস হওয়ার কথা ছিল চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের। কিন্তু টসের সময় গড়িয়ে গেলেও কোনো দলের ক্রিকেটারই মাঠে আসেননি। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যদিও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, বিপিএল টেকনিক্যাল কমিটির আহ্বায়ক রাকিবুল হাসানসহ বোর্ডের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ম্যাচ শুরু না হলেও অনেক দর্শক আগেভাগেই গ্যালারিতে প্রবেশ করেন। আরও বহু দর্শক স্টেডিয়ামের গেটের বাইরে অপেক্ষা করতে থাকেন। তবে ক্রিকেটারদের মাঠে নামাতে না পারায় বিসিবি খেলা শুরু করতে ব্যর্থ হয়।

এ অবস্থায় গ্যালারিতে থাকা দর্শকদের উদ্দেশে জায়ান্ট স্ক্রিনে একটি বার্তা প্রচার করে বিসিবি। সেখানে বলা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড দুঃখের সঙ্গে জানাচ্ছে যে আজকের চট্টগ্রাম রয়‍্যালস ও নোয়াখালী এক্সপ্রেস দলের মধ্যকার ম্যাচটি অনিবার্য কারণবশত বিলম্বিত হয়েছে। এতে দর্শকদের যে অসুবিধা হয়েছে, তার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড আন্তরিকভাবে দুঃখিত। ম্যাচটি যত দ্রুত সম্ভব শুরু করার জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে অনুগ্রহ করে ধৈর্য ধারণ করুন।

তবে স্টেডিয়ামের বাইরে অপেক্ষমাণ দর্শকদের অনেকেই ধৈর্য হারিয়ে ফেলেন। খেলা শুরু না হওয়ায় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন, যা পুরো পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

সংবাদটি শেয়ার করুন