ঢাকা | শনিবার
৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ক্যাভালরির সঙ্গে অধ্যায়ের ইতি টানলেন সোমিত

বাংলাদেশি বংশোদ্ভূত তারকা সোমিত সোম কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভালরি এফসির সঙ্গে অধ্যায়ের ইতি টানলেন।

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বাংলাদেশি এই মিডফিল্ডারকে ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

সামাজিক মাধ্যমে আনুষ্ঠানিক এক বিবৃতিতে লিখেছে, ক্যাভালরি এফসি নিশ্চিত করেছে যে শমিত শোম ২০২৬ মৌসুমে ক্লাবে ফিরে আসবেন না। ক্লাব তার কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ জানাচ্ছে এবং ভবিষ্যতের জন্য তাকে সর্বোত্তম শুভেচ্ছা জানাচ্ছে।

সোমিত ২০১৬ সালে কানাডার অনূর্ধ্ব-২০ দলের হয়ে ৭টি ম্যাচ ও ২০১৮ সালে অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলেছেন ৪টি। ২০২০ সালে কানাডার জাতীয় দলের হয়ে খেলেন দুটি ম্যাচ।

সবশেষ গত বছরের ১০ নভেম্বর অ্যাথলেটিকো ওতাওার বিপক্ষে কাভালরি এফসির হয়ে শেষ ম্যাচ খেলেন সোমিত। কানাডিয়ান প্রিমিয়ার লিগে ক্লাবটির মৌসুমে শেষ ম্যাচটি হয়ে থাকল সোমিতেরও শেষ ম্যাচ। সোম ২০২৩ সালের জানুয়ারির শুরুর দিকে ক্যাভালরি এফসিতে যোগ দেন। এই ক্লাবের হয়ে তিনি খেলেছেন মোট ৭৯টি ম্যাচ। এই সময়ে ক্লাবের হয়ে তিনি সিপিএল শিল্ড এবং নর্থ স্টার কাপ জয়ের গৌরবও অর্জন করেছেন তিনি।

 

সংবাদটি শেয়ার করুন