ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সাবিনার জোড়া গোলে উড়ে গেল ভারত, দুর্দান্ত সূচনা বাংলাদেশের

প্রায় দুই বছর বিরতির পর আবারও লাল–সবুজ জার্সিতে ফিরলেন সাবিনা খাতুন। নারী ফুটবলে বাংলাদেশকে দুইবার সাফ চ্যাম্পিয়ন করা এই তারকা এবার নেতৃত্ব দিচ্ছেন ফুটসালে। কোর্টে নেমেই জোড়া গোলে নিজের প্রত্যাবর্তন রাঙালেন তিনি। তবে অধিনায়কের দাপুটে পারফরম্যান্সের মধ্যেও ম্যাচের আলো নিজের দিকে টেনে নিলেন গোলকিপার স্বপ্না আক্তার জিলি। তাঁর একের পর এক অবিশ্বাস্য সেভে বাংলাদেশ মাত্র এক গোল হজম করে। ফলাফল ভারতের বিপক্ষে দুর্দান্ত জয় দিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের অভিযান শুরু করল সাইদ খোদারাহমির শিষ্যরা।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে থাইল্যান্ডের ব্যাংককে সাফ ফুটসালের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। সেখানে ৩-১ গোলের ভারত কে পরাজিত করে বাংলাদেশ।

খেলার অষ্টম মিনিটে কৃষ্ণা রানী সরকারের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে ভারতীয় গোলকিপারকে বোকা বানান সাবিনা। সাবিনার জোড়া গোলের পর আরও একবার প্রতিপক্ষের জাল কাঁপান সুমাইয়া মাতসুশিমা।

বিরতির পর ব্যবধান ৩-০ হয় সুমাইয়ার গোলে।

খেলার শেষ দিকে বাংলাদেশের গোলকিপার স্বপ্না আক্তার জিলি দারুণ দৃঢ়তা দেখান। প্রতিপক্ষের একের পর এক আক্রমণকে ব্যার্থ প্রমাণ করেন তিনি। ভারতের হয়ে আরিয়া মোরে অবশ্য একটি গোল শোধ করেন।

সংবাদটি শেয়ার করুন