ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মৃ’ত্যু নেই, ডেঙ্গুতে নতুন রোগী ৩৪ জন

সারাদেশ গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও ৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে রোগটিতে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

বৃহস্পতিবার বিকেলে (১৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে এসব তথ্য জানানো হয়।

কন্ট্রোলরুমের তথ্য বলছে, নতুন রোগীর সংখ্যা নিয়ে চলতি বছরের প্রথম ১৫ দিনে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৭১৫ জন। তবে এরমধ্যে ৫১১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। যাদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ২৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পান।

আর চলতি বছরে ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সংবাদটি শেয়ার করুন