ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

জানা গেল প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফলের সম্ভাব্য সময়

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল আগামী সপ্তাহে প্রকাশ করা হতে পারে। ফল প্রকাশের জন্য সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। তবে নির্দিষ্ট কোনো তারিখ এখনো চূড়ান্ত করেনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবু নূর মো. শামসুজ্জামান সংবাদমাধ্যমকে বলেন, আগামী সপ্তাহে ফল প্রকাশের বিষয়ে নির্দিষ্ট কোনো টাইমফ্রেম এই মুহূর্তে জানাতে চাই না। তবে এটুকু নিশ্চিত করে বলতে পারি, অতিদ্রুতই সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, ফলের অপেক্ষায় রয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় অংশ নেওয়া লক্ষাধিক প্রার্থী। ফল প্রকাশ নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন গুঞ্জন ছড়ালেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেগুলোকে গুজব হিসেবেই উল্লেখ করে আসছে।

সংবাদটি শেয়ার করুন