বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মঙ্গলবারের অচলাবস্থা এবং ক্রিকেটারদের কঠোর অবস্থানের পর অবশেষে পরিচালক এম নাজমুল ইসলামকে তার সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।বিসিবির একটি সূত্রের মতে, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনলাইনে জরুরি সভায় বোর্ডের সভাপতিসহ অন্য কর্মকর্তারা এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন।
এতে বলা হয়েছে, নাজমুল ইসলামকে কেবল অর্থ কমিটির প্রধানের দায়িত্বই নয়, বরং বোর্ডের অন্যান্য সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সূত্র জানায়, বিসিবি পরিচালনা পর্ষদ এই পদক্ষেপটি নিয়েছে যাতে দেশের ক্রিকেটের অচলাবস্থা দ্রুত সমাধান হয় এবং বিপিএলসহ অন্যান্য চলমান কার্যক্রম স্বাভাবিকভাবে চালানো যায়।
এর আগে, এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের কারণে কোয়াব (সিওএবি) এবং বিপিএলের ছয়টি দলের ক্রিকেটাররা মাঠে নামার থেকে বিরত থাকার হুমকি দিয়েছিলেন। তারা বলেছিলেন, নাজমুল পদত্যাগ না করলে বিপিএল ও দেশের ক্রিকেট অচল থাকবে। খেলোয়াড়দের একজোট আন্দোলন এবং চাপের পরিপ্রেক্ষিতে বোর্ডের এই জরুরি সিদ্ধান্তকে স্বাভাবিক ভাবেই স্বাগত জানানো হচ্ছে।
বর্তমানে ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের সম্পর্ক স্থিতিশীল করতে এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে বিসিবি বিষয়টি মনিটর করছে। আজ (১৫ জানুয়ারি) দুপুরে বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা এবং বিস্তারিত বিবৃতি প্রদান করার সম্ভাবনা রয়েছে।




