ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইসলামী আন্দোলনকে নিয়েই চূড়ান্ত প্রার্থী ঘোষণা: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ইসলামী আন্দোলনকে একত্র করেই চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে। রাতের সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জোটের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মামুনুল হক বলেন, ১০ দলের উপস্থিতিতে বৈঠক সম্পন্ন হয়েছে। ইসলামী আন্দোলনের সঙ্গেও কথা হয়েছে। আমাদের প্রত্যাশা এক সাথেই এগিয়ে যেতে পারবো। ইসলামী আন্দোলনকে সাথে নিয়েই আসন ঘোষণা করতে পারবো এই আশা করছি।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এই জোট নিয়ে আকাঙ্ক্ষার জায়গা আছে, এটা জনগণ বুঝে। নির্বাচন প্রতিযোগিতাপূর্ণ হবে। প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের উত্তরণ করব, এটা আমাদের প্রত্যাশা। খুবই অল্প সময়ের মধ্যে জোট প্রক্রিয়া হওয়ায় কিছু মতভিন্ন হয়েছে, এটা কেটে যাবে।

সংবাদটি শেয়ার করুন