ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সাময়িক বন্ধের পর ইরানে বিমান চলাচল স্বাভাবিক

ইরান সাময়িকভাবে বন্ধ করা আকাশসীমা আবার খুলে দিয়েছে। ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটরাডার২৪ বৃহস্পতিবার জানিয়েছে, ইরানের আকাশসীমায় চলাচলে নিষেধাজ্ঞা (নোটাম) শেষ হয়েছে এবং একাধিক বিমান দেশে প্রবেশ করছে। এর আগে নিরাপত্তাজনিত কারণে আন্তর্জাতিক বেসামরিক ফ্লাইট ছাড়া সব ধরনের বিমান চলাচল বন্ধ রাখা হয়েছিল। প্রাথমিকভাবে জানানো হয়েছিল, ১৫ জানুয়ারি পর্যন্ত তেহরানের আকাশসীমা বন্ধ থাকবে এবং কেবল নির্দিষ্ট অনুমোদিত ফ্লাইট চলাচল করতে পারবে।

ইরানের অভ্যন্তরীণ ও আঞ্চলিক উত্তেজনার মধ্যে এই সিদ্ধান্ত এসেছে। দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ চলতে থাকে এবং আন্তর্জাতিক মহলেও এ নিয়ে সমালোচনা দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড স্থগিত রাখা হয়েছে এবং যুক্তরাষ্ট্র পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। তিনি আরও সতর্কবার্তা দিয়ে বলেছেন, মৃত্যুদণ্ড কার্যকর হলে যুক্তরাষ্ট্র ‘খুব কঠোর ব্যবস্থা’ নিতে পারে।

এদিকে, জি-৭ দেশের পররাষ্ট্রমন্ত্রীরাও ইরানে বিক্ষোভকারীদের ওপর ‘ইচ্ছাকৃত সহিংসতা’ বন্ধ করতে এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। ইরানি কর্মকর্তারা বিক্ষোভের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মদদ রয়েছে বলে অভিযোগ করলেও পশ্চিমা দেশগুলো তা অস্বীকার করেছে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ডিসেম্বরের শেষ থেকে শুরু হওয়া বিক্ষোভে কয়েক হাজার মানুষ নিহত ও আহত হয়েছেন, যদিও ইরান সরকার এখনও সরকারি হতাহতের সংখ্যা প্রকাশ করেনি।

সংবাদটি শেয়ার করুন