বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করার কথা আছে। দেশে ফেরার পর ড. ইউনূসের সাথে এটাই হতে চলেছে তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্র তাদের সাক্ষাতের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।
সূত্র মতে, আজ বৃহস্পতিবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তাদের বৈঠক হওয়ার কথা আছে।
এর আগে গত বছরের মে মাসে লন্ডনে অধ্যাপক ইউনূসের সাথে দেখা করেছিলেন তারেক রহমান। সেবার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সময় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছিল। তবে আজ কি নিয়ে আলোচনা হবে সে বিষয়ে এই রিপোর্ট লেখা পর্যন্ত কিছু জানা যায়নি।




