ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

পরিচালক নাজমুলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে বিসিবি

২০২৬ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপে যদি বাংলাদেশ অংশ না নেয়, তাতেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো আর্থিক ক্ষতি হবে না বলে আজ বিকেলে সাংবাদিকদের জানিয়েছেন বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। তবে এই মন্তব্য ছড়িয়ে পড়ার পর বোর্ড দুঃখপ্রকাশ করেছে এবং সংশ্লিষ্ট পরিচালকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে।

বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিবির এক পরিচালকের সাম্প্রতিক মন্তব্য অনেককে বিচলিত করেছে। বোর্ড সেই পরিস্থিতি দ্রুত সমাধান করতে চায়। এই ধরনের মন্তব্য অনুপযুক্ত এবং আপত্তিকর। আমরা সংশ্লিষ্ট পরিচালকের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেব।

বিসিবি জানিয়েছে, তারা দেশের ক্রিকেটের সম্মান নষ্ট করবে না এবং কোনো পরিচালক বা সদস্যের অযাচিত মন্তব্যের দায়ও নেবে না। ক্রিকেটারদের কল্যাণ এবং পারফরম্যান্স সর্বোচ্চ গুরুত্ব পাবে।

নাজমুলের বক্তব্যের প্রেক্ষিতে কোয়াবের একটি সভা রাত ৯টায় হওয়ার কথা ছিল, যা ৩০ মিনিট পিছিয়ে ৯টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ আখ্যা দেয়ার আগে ও নাজমুলের পেশাদারিত্ব নিয়ে তাসকিন আহমেদ, নাজমুল হোসেন শান্ত, রুবেল হোসেন ও মুমিনুল হকরা প্রশ্ন তুলেছিলেন।

বিশ্বকাপে বাংলাদেশের নিরাপত্তা ও ভেন্যু পরিবর্তনের বিষয়টি আরও জোরালোভাবে আলোচিত হয়েছে। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেয়ার পর থেকে এই বিতর্ক তীব্র হয়ে উঠেছে। বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট বলেছেন, এক ক্রিকেটারকেই নিরাপত্তা দেওয়া সম্ভব নয়, পুরো দলকে কীভাবে নিরাপত্তা নিশ্চিত করা হবে, তা বড় প্রশ্ন। শ্রীলঙ্কায় লিটনের ম্যাচ আয়োজন নিয়ে আলোচনা চলছে, তবে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

নাজমুল ইসলাম সাংবাদিকদের বলেন, বোর্ডের এখানে কোনো লাভ বা ক্ষতি নেই। বাংলাদেশ এখানে খেলুক বা না খেলুক, বোর্ডের আর্থিক কোনও বিষয় এতে প্রভাবিত হবে না। অন্তত এই বিশ্বকাপের জন্য।

 

সংবাদটি শেয়ার করুন