ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাবিতে ক্রাইম ইনভেস্টিগেশন অ্যান্ড ফরেনসিক অ্যানালাইসিস ল্যাব’র যাত্রা শুরু

তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক জ্ঞানকে গুরুত্ব দিয়ে বাংলাদেশে অপরাধবিজ্ঞান চর্চাকে নতুন উচ্চতায় নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্রিমিনোলজি বিভাগে যাত্রা শুরু করেছে নিজস্ব ‘ক্রাইম ইনভেস্টিগেশন অ্যান্ড ফরেনসিক অ্যানালাইসিস ল্যাব’।

বুধবার (১৪ জানুয়ারি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ল্যাবটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, পিএইচডি। তিনি ক্রিমিনোলজি বিভাগের এই উদ্যোগকে সময়োপযোগী আখ্যা দিয়ে শিক্ষার্থী ও গবেষকদের জন্য ল্যাবটির কার্যকর ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান, অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল মো. সিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান খান এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ল্যাবের অন্যতম পৃষ্ঠপোষক অধ্যাপক ড. তৈয়বুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রিমিনোলজি বিভাগের চেয়ারপার্সন সহযোগী অধ্যাপক শাহারিয়া আফরিন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী নিশাত ও খালিদ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের সহকারী প্রক্টর ও ক্রিমিনোলজি বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল করিম সোহাগ। তিনি বলেন, দীর্ঘ কয়েক বছরের পরিশ্রম ও নানা চ্যালেঞ্জ পেরিয়ে আজ এই ল্যাবের উদ্বোধন সম্ভব হয়েছে, যা শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা অর্জনে বড় ভূমিকা রাখবে।

এরপর বিভাগের ১৩ বছরের পথচলার উল্লেখযোগ্য অর্জন নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অতিথিদের ফুলেল সংবর্ধনা দেওয়া হয় এবং বিভাগের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ পর্যায়ে বিভাগের ৮ম ব্যাচের শিক্ষার্থী রাফসান ও আসিফ ক্রিমিনোলজির নিজস্ব বিশেষায়িত ল্যাবের প্রয়োজনীয়তা নিয়ে একটি গবেষণা উপস্থাপন করেন।

বক্তব্যে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়বুর রহমান বলেন, স্বল্প সময়ের মধ্যেই ক্রিমিনোলজি বিভাগ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং এই ল্যাব সেই অগ্রগতির একটি দৃশ্যমান উদাহরণ।

সিআইডি প্রধান মো. সিবগাত উল্লাহ বলেন, অপরাধের ধরন দ্রুত বদলাচ্ছে এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব বাড়ছে। এই ল্যাব শিক্ষার্থীদের অপরাধের আধুনিক প্রবণতা বোঝার ক্ষেত্রে সহায়ক হবে।

কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান খান বলেন, সমাজকে বুঝলেই অপরাধকে বোঝা সম্ভব এবং শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান বাড়াতে এই ল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপ-উপাচার্য অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, সময়ের সঙ্গে অপরাধের জটিলতা বেড়েছে। এই ল্যাব বৈজ্ঞানিক পদ্ধতিতে অপরাধ বিশ্লেষণে কার্যকর অবদান রাখবে।

আলোচনা পর্ব শেষে অতিথিবৃন্দ ফিতা কেটে ল্যাবটির উদ্বোধন করেন। পরে কেক কাটার মাধ্যমে আনন্দঘন মুহূর্ত উদযাপন করা হয়। পুরো আয়োজনটি ক্রিমিনোলজি বিভাগের অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়।

সমাপনী বক্তব্যে বিভাগের চেয়ারপার্সন সহযোগী অধ্যাপক শাহারিয়া আফরিন বলেন, এটি বিভাগের জন্য একটি স্মরণীয় দিন এবং ভবিষ্যতেও সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অ্যালামনাইরা তাদের অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা জানান। পরে ক্রিমিনোলজি কালচারাল ক্লাবের আয়োজনে বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থীদের অভিনয়ে একটি নাটিকা পরিবেশিত হয়। ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন