সদ্যই রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছেন আলভারো আরবেলোয়া। এতদিন ক্লাবের একাডেমির দায়িত্বে থাকা এই কোচ এবার মূল দলের ডাগআউটে বসতে যাচ্ছেন। কোপা দেল রে’র শেষ ষোলোর ম্যাচে আলবাসেতের বিপক্ষে লস ব্লাঙ্কোসের কোচ হিসেবে অভিষেক হবে তাঁর।
আগামীকাল ইস্তাদিও কার্লোস বেলমন্টেতে বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি। তার আগে ২০ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন নতুন কোচ আলভারো, যেখানে জায়গা পেয়েছেন রিজার্ভ দলের একাধিক তরুণ ফুটবলার।
ঘোষিত স্কোয়াডে ফরোয়ার্ড বিভাগে রয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র, গঞ্জালো গার্সিয়া ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। তবে দলের বেশ কয়েকজন তারকা ফুটবলারকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। থিবো কোর্তোয়া, আন্টোনিও রুডিগার, জুড বেলিংহ্যাম, অরেলিয়েন চুয়ামেনি, কিলিয়ান এমবাপে ও রদ্রিগোকে রাখা হয়নি স্কোয়াডে। এ ছাড়া এদের মিলিতাও, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড ও ফেরলাঁ মঁদি চোটের কারণে আগেই ছিটকে গেছেন।
হাঁটুর চোটে নতুন বছরের প্রথম দুই ম্যাচে খেলতে না পারলেও স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামেন এমবাপে। সামনে লা লিগায় শনিবার লেভান্তের বিপক্ষে ম্যাচ থাকায় তাকে নিয়ে ঝুঁকি নিতে চাননি নতুন কোচ।
নতুন স্কোয়াড প্রসঙ্গে আলভারো বলেন, আমাদের দলটি অসাধারণ। প্রয়োজন হলে সবাই নিজেদের সেরাটা দিতে প্রস্তুত। রিয়াল মাদ্রিদের মানসিকতা ও প্রত্যাশা আমি খুব ভালোভাবেই জানি।
কোপা দেল রে ম্যাচ নিয়ে নিজের অনুভূতি জানিয়ে তিনি যোগ করেন, এই প্রতিযোগিতায় প্রথম ম্যাচ শুরু করতে আমি দারুণভাবে মুখিয়ে আছি। এখন আমার ভাবনায় শুধু এই ম্যাচটাই।




