ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বার্সেলোনার নজরে বিস্ময় বালক কনসেইসাও

 

ব্রাজিলিয়ান ফুটবলে নতুন আলোচনার নাম ব্রাজিলেন পালমেইরাসের একাডেমি থেকে উঠে আসা ১৬ বছর বয়সী ফরোয়ার্ড এডুয়ার্দো কনসেইসাও। কোপা সাও পাওলোতে এক ম্যাচে ৪ গোলের সঙ্গে দুটি অ্যাসিস্ট করে তিনি শুধু ম্যাচই জেতাননি বরং ইউরোপের ক্লাবগুলোর নজরও কেড়েছেন তিনি।

এমন চমৎকার পারফরম্যান্সের পর ইউরোপের একাধিক শীর্ষ ক্লাব কনসেইসাওকে পর্যবেক্ষণে রেখেছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, ভবিষ্যতের সম্ভাব্য বিনিয়োগ হিসেবে তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনা।

২০২৬ সালের শুরুতেই উঠে আসা প্রতিভাবান এই ফুটবলার কনসেইসাওয়ের মূল শক্তি তার টেকনিক, ড্রিবলিং ও গোলের সামনে কার্যকর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। আক্রমণভাগের সব পজিশনে খেলতে পারা এই ফরোয়ার্ড বয়সের তুলনায় শারীরিকভাবেও পরিণত। ১৬ বছরেই তার উচ্চতা ১.৮০ মিটার এবং তিনি নিয়মিতই খেলছেন নিজের বয়সের চেয়ে বড় ফুটবলারদের বিপক্ষে।

পালমেইরাস তার প্রতিভার মূল্য বুঝতে পেরেই দেরি না করে গত ডিসেম্বরে কনসেইসাওকে প্রথম পেশাদার চুক্তিতে বেঁধে রেখেছে। ২০২৯ সাল পর্যন্ত করা সেই চুক্তি স্পষ্ট করে দেয়, ক্লাবটি তাকে ভবিষ্যতের বড় সম্পদ হিসেবেই দেখছে।

 

সংবাদটি শেয়ার করুন