নববর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সঙ্গে উপহার বিনিময় ও মতবিনিময় সভা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও ডাকসুর এজিএস মহিউদ্দিন খান, সেক্রেটারি আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মু. সাজ্জাদ হোসাইন খাঁনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহী, সেক্রেটারি মো. মাহাদী হাসানসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ক্যাম্পাস প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় উভয় পক্ষ নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মহিউদ্দিন খান বলেন, সঠিক, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অপরিহার্য শর্ত। তিনি জুলাই বিপ্লব ও ডাকসু নির্বাচনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে ভবিষ্যতে ক্যাম্পাসে অন্যায়, দমন-পীড়ন ও ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে নৈতিক ও পেশাগত দায়িত্ব অনুযায়ী সাংবাদিকদের দৃঢ় ভূমিকা প্রত্যাশা করেন।
সভা শেষে নববর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের মাঝে শুভেচ্ছা উপহার ও ফুলের তোড়া প্রদান করা হয়।
এ সময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জানায়, শিক্ষাঙ্গনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, মতপ্রকাশের স্বাধীনতা এবং ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক চেতনা জোরদারে ছাত্রসংগঠনসমূহ ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।




