ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ক্ষমতায় গেলে ফ্যামিলি ও কৃষি কার্ড দেবে বিএনপি: শামা ওবায়েদ

বিএনপি ক্ষমতায় দেশের প্রত্যেকটি পারিবারের মায়েরা ও নারীরা ফ্যামিলি কার্ড পাবে বলে জানিয়েছেন, ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও শামা ওবায়েদ ইসলাম রিংকু। তিনি বলেন, প্রত্যেকটি গ্রামের কৃষক ভাইদের জন্য কৃষি কার্ড করে দেওয়া হবে। এই কার্ড ব্যবহার করে মায়েরা ও কৃষকরা সেবা এবং সুবিধা পাবেন।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া কাজী বাড়ি চত্বরে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়ার আন্দোলন সংগ্রামের কথা তুলে ধরে শামা ওবায়েদ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারাটা জীবন দেশের মানুষের জন্য সংগ্রাম করে গেছেন। স্বৈরাচার ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছেন। গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য সংগ্রাম করার কারণে তিনি শুধু বিএনপির নয়, সারা বাংলাদেশের অভিভাবক হয়েছিলেন। আমরা তার আদর্শ ও কর্মের মাঝে তাকে খুঁজে পাবো।

শামা ওবায়েদ বলেন, নির্বাচিত হলে আমি শুধু একা সংসদে যাবো না। আমি সালথা-নগরকান্দার সকলকে নিয়ে সংসদে যাবো না। আমার বাবা মরহুম কে এম ওবায়দুর রহমান সালথা ও নগরকান্দার সকল মানুষকে ভালোবেসেছেন। দলমত নির্বিশেষে সকলের পাশে দাঁড়িয়েছেন। আমিও বাবার মতো সকলকে ভালোবাসি এবং বাকি জীবন সকলের পাঁশে থেকে যাবো।

সংবাদটি শেয়ার করুন