ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন ইস্যুতে যা বললেন তামিম

টি–টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু নিয়ে অনিশ্চয়তা থাকলেও সেটি নিজের মানসিকতায় কোনো প্রভাব ফেলছে না বলে স্পষ্ট জানিয়েছেন বাংলাদেশ দলের তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম।

বিষয়টি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসির নিয়মিত যোগাযোগের ওপর পূর্ণ আস্থা রাখছেন বাঁহাতি এই ব্যাটার।

রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সম্প্রতি বলেছেন, এ ধরনের অনিশ্চয়তা খেলোয়াড়দের ওপর প্রভাব ফেলে। তবে তানজিদের অবস্থান একেবারেই আলাদা। বুধবার মিরপুরে বিসিবি একাডেমি মাঠে রাজশাহী ওয়ারিয়র্সের অনুশীলনের আগে বিশ্বকাপের ভেন্যু প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, না, একদমই না। বিসিবি ও আইসিসি বিষয়টি দেখছে, যেন আমরা নিরাপদ ও উপযুক্ত জায়গায় বিশ্বকাপ খেলতে পারি। আমি বিশ্বাস করি, তারা সঠিক সিদ্ধান্তই নেবে।

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বিসিবি ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ভেন্যু স্থানান্তরের অনুরোধ করায় বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বাংলাদেশ–ভারতের রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে বিসিসিআই আইপিএল স্কোয়াড থেকে মুস্তাফিজুর রহমানকে ছাড়তে বলায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

সূচি অনুযায়ী বাংলাদেশের চারটি গ্রুপ ম্যাচের তিনটি হওয়ার কথা ছিল কলকাতায় এবং একটি মুম্বাইয়ে। কিন্তু বিশ্বকাপ শুরুর এক মাসেরও কম সময় বাকি থাকলেও এখনো বাংলাদেশ জানে না, প্রথম ম্যাচটি কোথায় খেলবে। তবুও এসব বিষয় তানজিদের মনোযোগে প্রভাব ফেলছে না বলেই জানান তিনি না, এটা আমাকে ডিস্টার্ব করছে না।

বিশ্বকাপ প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট এই ওপেনার। আয়ারল্যান্ড সিরিজের পর ব্যাটিং ক্যাম্প ব্যাটসম্যানদের জন্য বেশ সহায়ক ছিল বলে জানান তিনি। বিপিএলের পর খুব বেশি সময় না থাকায় প্রস্তুতির বড় অংশ বিপিএলের মধ্যেই নিতে হবে বলে মনে করেন তানজিদ।

তিনি বলেন, এখানে আমরা নানা ধরনের ম্যাচ পরিস্থিতির মুখোমুখি হচ্ছি, যেগুলো বিশ্বকাপে কাজে আসবে। যেসব ম্যাচে রান পাইনি, সেখানে কোথায় ভুল করেছি, সেটাই বিশ্লেষণ করছি। ধারাবাহিকভাবে ভালো করতে পারলে সেটা আমার এবং দলের জন্যই ইতিবাচক হবে।

 

সংবাদটি শেয়ার করুন