ঢাকা | শনিবার
৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

রাহুলের সেঞ্চুরিতে বড় লিড পেল ভারত-দেখুন সরাসরি

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে সেঞ্চুরির দেখা পেলেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার লোকেশ রাহুল। ভারত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৪ রান করেছে। ফলে সিরিজে সমতায় ফিরতে হলে নিউজিল্যান্ডকে করতে হবে ২৮৫ রান।

রাজকোটে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক মিচেল ব্রেসওয়েল। ব্যাটিংয়ে নেমে ভালো সূচনা পায় ভারত। উদ্বোধনী জুটিতে আসে ৭০ রান। ৩৮ বলে ২৪ রান করে আউট হন রোহিত শর্মা। এদিকে ফিফটির দেখা পেয়েছেন আরেক ওপেনার শুবমান গিল।

ব্যাট হাতে খুব বেশি সুবিধা করতে পারেননি বিরাট কোহলি। তার ব্যাট থেকে আসে ২৯ বলে ২৩ রান। আর মাত্র ৮ রান করেই ফেরেন শ্রেয়াস আইয়ার।

এরপর উইকেটরক্ষক ব্যাটার লোকেশ রাহুল রবীন্দ্রো জাদেজা ও নিতিশ কুমার রেড্ডিকে সঙ্গে নিয়ে দলীয় স্কোর বড় করতে থাকেন। আপনতালে খেলতে থাকা এই উইকেটরক্ষক ফিফটির পর ব্যক্তিগত সেঞ্চুরিও তুলে নেন। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১১২ রানে।

এছাড়া জাদেজা ২৭, নিতিশ ২০ ও হারসিত রানা ২ রান করেন। আর ২ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ সিরাজ।

নিউজিল্যান্ডের সবচেয়ে সফল বোলার ক্রিস্টিয়ান ক্লার্ক। তিনি সর্বোচ্চ ৩ উইকেট নেন।

সরাসরি দেখতে এখানে ক্লিক করুন।

সংবাদটি শেয়ার করুন