প্রায় পাঁচ বছর পর ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন ভারতের কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলি। আইসিসির সবশেষ তথ্য অনুযায়ী রোহিত শর্মাকে টপকে এক নম্বরে উঠে গেছেন তিনি।
নিউ জিল্যান্ডের বিপক্ষে গত রবিবার ৯১ বলে ৯৩ রানের চমৎকার ইনিংস খেলার সৌজন্যেই মূলত রোহিতকে টপকে গেছেন বিরাট। ওয়ানডেতে এটি ছিল তার টানা পঞ্চম পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস এবং এর মধ্যে দুইটি ছিল সেঞ্চুরি।
এমন উড়ন্ত পারফরম্যান্সের ফলে ২০২১ সালের জুলাইয়ের পর ২০২৬-এ আবার এক নম্বরে কোহলি। এ নিয়ে তিনি মোট ১১ বার ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন।
সব মিলিয়ে ৮২৫ দিন এক নম্বরে থাকছেন কোহলি যা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ। আর সব মিলিয়ে দশম সর্বোচ্চ। এক নম্বরে ওয়েস্ট ইন্ডিজের গ্রেট ভিভ রিচার্ডস, ২ হাজার ৩০৬ দিন।




