ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাবির পরিসংখ্যান বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে এই নবীনবরণ অনুষ্ঠিত হয়।

বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. জাফর আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. লুৎফর রহমান ও ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম বক্তব্য রাখেন। বিভাগের সহকারী অধ্যাপক ড. কাঞ্চন কুমার সেন স্বাগত বক্তব্য দেন।

বক্তারা দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠার লক্ষ্যে লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের পরামর্শ দেন। তাঁরা বলেন, উন্নত সমাজ বিনির্মাণের লক্ষ্যে শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।

আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সংবাদটি শেয়ার করুন