ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বিপিএল মাতাতে আসছেন ওকস

বিপিএল মাতাতে বাংলাদেশে আসছেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার ক্রিস ওকস। সিলেট টাইটান্সের জার্সিতে মাঠ মাতাতে দেখা যাবে এই ইংলিশ অলরাউন্ডারকে।

সিলেট পর্বের খেলা শেষে সিলেট টাইটান্স নিজেদের প্লে-অফে খেলা নিশ্চিত করেছে। গুঞ্জন ছিল দলটির হয়ে খেলতে আসবেন ক্রিস ওকস। এবার সেই গুঞ্জন সত্যি করে বিপিএলে যোগ আসছেন ইংলিশ অলরাউন্ডার ক্রিস ওকস। ইংল্যান্ডের এই অলরাউন্ডার বিশ্ব ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলেন নিয়মিতই।

আইপিএল, বিগ ব্যাশ, আইএলটি-টোয়েন্টির মতো টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা সম্পন্ন এই প্লেয়ার নিশ্চিতভাবেই সিলেটের শক্তি বাড়াবেন। ইংল্যান্ডের হয়ে তিন ফরম্যাটেই খেলেছেন এই ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার। জিতেছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপও।

এবারের আসরে সিলেট টাইটান্সের হয়ে খেলছেন ইংলিশ তারকা মঈন আলী। পাশাপাশি বিদেশিদের মধ্যে দলে আছেন আজমতউল্লাহ ওমরজাই, ইথান ব্রুকস, সালমান ইরশাদরা।

বিপিএলের এবারের আসরের সিলেট পর্ব শেষ হতেই মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দলটি প্লে-অফে খেলা নিশ্চিত করেছে। গতকাল রংপুর রাইডার্সের বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছে সিলেট টাইটান্স। ৯ ম্যাচ খেলে ৫ জয় নিয়ে পয়েন্ট তালিকার তিন নাম্বার অবস্থানে রয়েছে সিলেট।

সংবাদটি শেয়ার করুন