আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিএনপির বিকল্প আছে কি না—তা জনগণের বিবেচনা করতে হবে বলে জানিয়েছেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে মনোনীত এমপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।
তিনি বলেন, গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হলে এই মুহূর্তে বিএনপির কোনো বিকল্প নেই। আমাদের অভিভাবক তারেক রহমান দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে চান। বাংলাদেশকে এগিয়ে নিতে চাইলে তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে পথ চলতে হবে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের ভিআইপি মিলনায়তনে টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টুকু বলেন, রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। টাঙ্গাইল একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ জেলা। এই জেলার ভবিষ্যৎ কাদের হাতে যাবে, তা ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে।
বিএনপির এই নেতা বলেন, আমরা একটি নতুন, আধুনিক ও পরিকল্পিত টাঙ্গাইল গড়ে তুলতে চাই, যেখানে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির কোনো স্থান থাকবে না। বিএনপি ক্ষমতায় এলে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। যাতে টাঙ্গাইলের একজন মানুষও বেকার না থাকে।




