ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে আসছে নতুন ক্রিকেটার: চিন্তা নেই পারিশ্রমিক নিয়েও

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে গড়ানোর ঠিক একদিন আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা ছেড়ে দেয় ট্রায়াঙ্গেল সার্ভিসেস গ্রুপ। এরপর পুরো ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়ে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এই অনিশ্চয়তার মধ্যেও মাঠে দারুণ পারফরম্যান্স দেখিয়ে সবাইকে চমকে দিয়েছে চট্টগ্রাম। নতুন ব্যবস্থাপনায় সিলেট পর্বে ৭ ম্যাচের মধ্যে ৫টিতে জয় তুলে নিয়ে তারা আগেই নিশ্চিত করেছে প্লে-অফ। ১৪ পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে দলটি।

চট্টগ্রামের সাফল্যের পেছনে বড় ভূমিকা ছিল উইকেটরক্ষক ব্যাটার অ্যাডাম রসিংটনের। ইংলিশ এই ক্রিকেটার মাত্র ৬ ম্যাচে ২৫৮ রান করে ব্যাটিং লাইনআপের মেরুদণ্ডে পরিণত হয়েছিলেন। কিন্তু আঙুলের চোটে তিনি চলতি বিপিএল থেকে ছিটকে যাওয়ায় বড় ধাক্কা খায় দল।

রসিংটনের শূন্যতা পূরণে ইংল্যান্ডের দুই তারকা ফিল সল্ট ও অ্যাডাম লাথামের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন চট্টগ্রামের টিম ডিরেক্টর হাবিবুল বাশার সুমন। তবে বিকল্প হিসেবে পাকিস্তানের ওপেনার ও উইকেটরক্ষক মোহাম্মদ হারিসের সঙ্গে আলোচনা অনেকটাই এগিয়ে গেছে।

মঙ্গলবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাশার বলেন, রসিংটন যেভাবে ব্যাটিং করত, পুরো লাইনআপটাই ওকে ঘিরে চলতো। নাঈম শেখও ওর পাশে খেললে বেশি স্বাচ্ছন্দ্য পেত। ওর না থাকাটা আমাদের জন্য বড় ক্ষতি। তবে এটা নিয়ে বসে থাকার সুযোগ নেই। বিকল্প তো আনতেই হবে।

বিদেশি বিকল্প নিয়ে তিনি আরও বলেন, লাথাম, ফিল সল্টসহ কয়েকজন বড় নামের সঙ্গে আমরা চেষ্টা করেছি, কিন্তু এই মুহূর্তে ওদের পাওয়া যাচ্ছে না। এখন আমরা মোহাম্মদ হারিসের সঙ্গে কথা বলছি। ওর সঙ্গে মোটামুটি আলোচনা এগিয়েছে, আশা করছি সে দলে যোগ দেবে।

এদিকে খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়েও কোনো শঙ্কার কারণ নেই বলে জানিয়েছেন বাশার। বিসিবির অধীনে যাওয়ায় পেমেন্ট প্রক্রিয়া একটু সময়সাপেক্ষ হলেও অর্থ পরিশোধ নিশ্চিত বলেই জানান তিনি।

চট্টগ্রাম রয়্যালসের সব পারিশ্রমিক বিসিবিই দিচ্ছে। বিসিবির ব্যাংকিং ও কাগজপত্রের কিছু প্রক্রিয়া আছে, তাই সময় লাগে। তবে খেলোয়াড়রা জানে তাদের টাকা নিশ্চিতভাবেই পাওয়া যাবে বলে জানান বাশার।

মালিকানা বদল, তারকা ব্যাটারের ইনজুরি ও নতুন বিদেশি খোঁজ সব মিলিয়ে চট্টগ্রাম রয়্যালসের সামনে এখন নতুন চ্যালেঞ্জ। তবে মাঠের পারফরম্যান্সে আপাতত তারা প্রমাণ করে দিয়েছে, এই দলটিকে প্লে-অফের লড়াইয়ে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

সংবাদটি শেয়ার করুন