একজন বাংলাদেশি পরিচ্ছন্নতাকর্মী তার উদারতা ও মানবিকতার জন্য মক্কা সিটি কর্পোরেশন থেকে বিশেষভাবে সম্মানিত হয়েছেন। তিনি সম্প্রতি এক ওমরাহযাত্রীকে নিজের জায়নামাজ ব্যবহার করতে দিয়ে নামাজ আদায়ের সুযোগ করে দিয়েছিলেন, যার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। বার্তাসংস্থা সৌদি গ্যাজেট সোমবার (১২ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে।
মক্কা সিটি কর্পোরেশন জানিয়েছে, পরিচ্ছন্নতাকর্মীর এই মহৎ আচরণ এবং হাজিদের প্রতি আন্তরিক সেবার স্বীকৃতিস্বরূপ তাকে পুরস্কৃত করা হয়েছে। তাদের মতে, এই উদারতা পবিত্র শহর মক্কা এবং মসজিদুল হারামের মহান আদর্শের এক শক্তিশালী প্রতিফলন। দয়া ও মহানুভবতার এই দৃষ্টান্তটি সহজ ও বিশুদ্ধভাবে প্রকাশ করে সেই সমবেদনা ও নিঃস্বার্থ সেবার মান, যা এই পবিত্র স্থানটির প্রধান বৈশিষ্ট্য।
ভিডিওতে দেখা যায়, বাংলাদেশি পরিচ্ছন্নতাকর্মী অচেনা ওমরাহযাত্রীকে নিজের জায়নামাজটি এগিয়ে দিচ্ছেন যেন তিনি কাবার ভেতরে নামাজ আদায় করতে পারেন। নেটিজেনরাও ভিডিওটি দেখার পর তার প্রশংসা করেছেন এবং মন্তব্য করেছেন, কাবার অঞ্চলে প্রতিদিন যে নিরব সেবা চলে, সেটিই এই কাজের মাধ্যমে ফুটে উঠেছে।




