ইরানে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের অবিলম্বে দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ভার্চুয়াল দূতাবাস স্থানীয় সময় সোমবার জারি করা এক নির্দেশনায় জানায়, ইরানজুড়ে চলমান বিক্ষোভ দ্রুত বিস্তৃত হচ্ছে এবং যে কোনো সময় তা সহিংস রূপ নিতে পারে।
নির্দেশনায় বলা হয়, বিক্ষোভের কারণে গ্রেপ্তার ও আহতের ঘটনা বাড়তে পারে। পাশাপাশি রাস্তাঘাট বন্ধ, গণপরিবহণ স্থগিত এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় স্বাভাবিক জীবন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
চলমান অস্থিরতার প্রেক্ষাপটে অনেক আন্তর্জাতিক বিমান সংস্থা অন্তত আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত ইরানে ফ্লাইট বাতিল বা স্থগিত করেছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের স্থলপথে আর্মেনিয়া অথবা তুরস্কে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে।
মার্কিন দূতাবাস আরও জানায়, ইরানে ইন্টারনেট সংযোগ দীর্ঘ সময় বিচ্ছিন্ন থাকতে পারে—এমন প্রস্তুতি নিয়ে বিকল্প যোগাযোগব্যবস্থা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সরকারি সহায়তার ওপর নির্ভর করে কোনো পরিকল্পনা না রাখারও আহ্বান জানানো হয়েছে।
যেসব নাগরিক কোনো কারণে ইরান ছাড়তে পারবেন না, তাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার এবং খাবার, পানি, ওষুধসহ প্রয়োজনীয় সামগ্রী মজুদ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি চলমান আন্দোলন বা বিক্ষোভপূর্ণ এলাকায় না যাওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।




