ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

রানা-মৃত্যুঞ্জয়ের পর এবার হ্যাটট্রিক করলেন রিপন

চলতি বিপিএলে তৃতীয় বোলার হিসেবে হ্যাটট্রিকের কৃতিত্ব অর্জন করলেন রাজশাহী ওয়ারিয়র্সের তরুণ পেসার রিপন মন্ডল। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে সিলেট পর্বের শেষ ম্যাচে দারুণ বোলিংয়ে এই বিরল কীর্তিতে নাম লেখান তিনি।

টস জিতে ব্যাট করতে নেমে ঢাকা ক্যাপিটালস ১৯ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ১২৮ রান। শেষ ওভারে বল হাতে তুলে নেন রিপন, যিনি এর আগে ৩ ওভারে ২৮ রান দিয়েছিলেন। চাপের সেই মুহূর্তে নিজের দক্ষতা আর ঠাণ্ডা মাথার প্রমাণ দেন তরুণ এই পেসার।

ওভারের প্রথম তিন বলে মাত্র ৩ রান দিয়ে ছন্দে ফিরেছিলেন রিপন। চতুর্থ বলে বড় শট খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন সাব্বির রহমান। পরের বলে জিয়াউর রহমান শরিফি ধরা পড়েন জিমি নিশামের হাতে। হ্যাটট্রিক বল সামলাতে ব্যর্থ হন তাইজুল ইসলাম স্টাম্প উড়িয়ে দিয়ে তিন উইকেট পূর্ণ করেন রিপন।

এর আগে চলতি আসরে হ্যাটট্রিক করেছিলেন নোয়াখালী এক্সপ্রেসের মেহেদি হাসান রানা (সিলেট টাইটান্সের বিপক্ষে) এবং রংপুর রাইডার্সের মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন (নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে)। রিপনের হ্যাটট্রিকে চলতি বিপিএলে তিনটি হ্যাটট্রিকের দেখা মিলল।

সব মিলিয়ে বিপিএল ইতিহাসে এটি ১১তম হ্যাটট্রিক। এই কীর্তি গড়েছেন মোট ১০ জন বোলার এর মধ্যে একমাত্র মৃত্যুঞ্জয় চৌধুরী দুবার হ্যাটট্রিক করেছেন। তিনি ২০২২ সালে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে প্রথমবার এই কীর্তি গড়েছিলেন।

স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে এটি বাংলাদেশের বোলারদের ১১তম হ্যাটট্রিক। এখানে মোট ৯ জন বোলার এই কীর্তিতে নাম লিখিয়েছেন। মৃত্যুঞ্জয় চৌধুরী ছাড়াও আল আমিন হোসেন দুইবার হ্যাটট্রিক করার গৌরব অর্জন করেছেন।

এক নজরে দেখে নিন বিপিএলের হ্যাটট্রিক তালিকা

১/ মোহাম্মদ সামি (দুরন্ত রাজশাহী) – প্রতিপক্ষ ঢাকা গ্ল্যাডিয়েটরস (২০১২),

২/ আলআমিন হোসেন (বরিশাল বুলস) – প্রতিপক্ষ সিলেট সুপারস্টারস (২০১৫),

৩/ আলিস আল ইসলাম (ঢাকা ডায়নামাইটস) – প্রতিপক্ষ রংপুর রাইডার্স (২০১৯),

৪/ ওয়াহাব রিয়াজ (কুমিল্লা ভিক্টোরিয়ানস) – প্রতিপক্ষ খুলনা টাইটানস (২০১৯),

৫/ আন্দ্রে রাসেল (ঢাকা ডায়নামাইটস) – প্রতিপক্ষ চিটাগং ভাইকিংস (২০১৯),

৬/ মৃত্যুঞ্জয় চৌধুরী (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) – প্রতিপক্ষ সিলেট সানরাইজার্স (২০২২),

৭/ শরিফুল ইসলাম (দুর্দান্ত ঢাকা) – প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স (২০২৪),

৮/ মঈন আলি (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) – প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স (২০২৪),

৯/ মেহেদি হাসান রানা (নোয়াখালী এক্সপ্রেস) – প্রতিপক্ষ সিলেট টাইটান্স (২০২৫),

১০/ মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন (রংপুর রাইডার্স) – প্রতিপক্ষ নোয়াখালী এক্সপ্রেস (২০২৬),

১১/ রিপন মন্ডল (রাজশাহী ওয়ারিয়র্স) – প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস (২০২৬)।

সংবাদটি শেয়ার করুন