ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ফাইনালে অপরাজিত থাকার রহস্য বললেন হ্যান্সি ফ্লিক

জেদ্দায় অনুষ্ঠিত স্প্যানিশ সুপার কাপে রিয়াল মাদ্রিদকে ৩–২ গোলে হারিয়ে ট্রফি ঘরে তুলেছে বার্সেলোনা। বার্সার কোচ হিসেবে এটি ছিল হ্যান্সি ফ্লিকের তৃতীয় ফাইনাল আর তিনটিতেই ছিনিয়ে নিয়েছেন জয়। আবার এসব গুলো জয়ও এসেছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে। গত মৌসুমে কোপা দেল রে ও সুপার কাপ জয়ের পর এবার নতুন করে যুক্ত হলো সুপার কাপ।

ফ্লিকের ফাইনাল জয়ের ধারাবাহিকতা অবশ্য বার্সাতে শুরু হয়নি। বায়ার্ন মিউনিখের কোচ থাকাকালে তিনি খেলেছিলেন পাঁচটি ফাইনাল, জিতেছিলেন প্রতিটিতেই। ২০২০ সালে জার্মান কাপ, চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপ ও জার্মান সুপার কাপ সবগুলোতেই শিরোপা উঠেছিল তার হাতে। সব মিলিয়ে আটটি ফাইনালে নেমে এখনো অপরাজিত এই জার্মান কোচ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের এই ফাইনাল জয়ের রহস্য নিয়ে মজার ভঙ্গিতে কথা বলেন ফ্লিক। তিনি বলেন, ‘গোপন রহস্য কী? প্রতিপক্ষের চেয়ে এক গোল বেশি করা! তবে এটা আমার কৃতিত্ব নয়, এটা পুরোপুরি খেলোয়াড়দের। সবকিছুই মানসিকতা আর আত্মবিশ্বাসের ওপর নির্ভর করে। আমি কখনো অতীতে তাকাই না, আজকের ফাইনালটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

ক্লাসিকো ফাইনালের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, ‘এই জয়টা অসাধারণ। ফাইনালে খেলা সব সময়ই বিশেষ, আর সেটা যদি রিয়াল মাদ্রিদের বিপক্ষে হয়, তাহলে তো কথাই নেই। আমি গর্বিত, কারণ আমরা ভালো খেলেছি, ম্যাচ নিয়ন্ত্রণ করেছি এবং নিজেদের ধাঁচের ফুটবল খেলেছি।’

সংবাদটি শেয়ার করুন