সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ বিপিএলের ২৩তম ম্যাচে আজ ঘরের মাঠে দাপুটে জয় তুলে নিলো সিলেট টাইটান্স। শক্তিশালী প্রতিপক্ষ রংপুর রাইডার্সকে টাইটান্স পাত্তাই দেয়নি। এদিকে এ হার নিয়ে রংপুর দেখল টানা তৃতীয় পরাজয়। কাগজে-কলমে এবারের আসরের সবচেয়ে শক্তিশালী দল হলেও হ্যাটট্রিক হারে তারা যেন বিপাকে পড়ে গেছে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে রংপুরকে প্রথমে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেন সিলেটের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। মঈন আলীর করা প্রথম ওভারে কোনো রান আসেনি। পরের ওভারের চতুর্থ বলে কাইল মেয়ার্স আউট হয়ে যান, তখনও দলের খাতায় রানের সংখ্যা শূন্য।
এরপর দলের হাল ধরার চেষ্টা করেন অভিজ্ঞ ক্রিকেটার লিটন দাস। তবে চারটি ৫ হাঁকিয়ে ১২ বলে ২২ রান করে তিনিও ফিরে যান সাঁজ ঘরে। খুশদিল শাহ ২৪ বলে করেন ৩০ রান, আর ইফতিখার আহমেদ করেন ২০ বলে ১৭ রান। এরপরই রংপুর রাইডারর্সে দেখা দেয় ব্যাটিং ধস।
একবারেই শেষের দিকে মাহমুদউল্লাহ রিয়াদ একাই হাল ধরেন। ২৪ বলে ২৯ রান করে তিনি থেমকে গেলে অলআউট হয় রংপুর। শেষপর্যন্ত ১৯.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে জড়ো করে ১১৪ রান।
সিলেটের পক্ষে নাসুম আহমেদ ১৯ রান খরচ করে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট ও শহিদুল ইসলাম ৩৬ রানের খরচায় তিনটি উইকেট শিকার করেন। মাত্র ৮ রান দিয়ে জোড়া উইকেট তুলে নেন সিলেটের জামাই মঈন আলী।
এই ছোট লক্ষ্য তাড়া করা সিলেটের জন্য শুধুই সময়ের ব্যাপার ছিল। স্বাগতিক দর্শকদের আনন্দে মাতিয়ে সহজেই দল পৌঁছে যায় জয়ের বন্দরে। এতে মূল ভূমিকা রাখেন ওপেনার পারভেজ ইমন, তিনি ৪১ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন। ছকায় জয় নিশ্চিতের পাশাপাশি নিজের ফিফটিও তুলে নেন ২৩ তম আসরে। এছাড়া তৌফিক খান করেন ২২ বলে ৩৩, আরিফুল ইসলাম ২৬ বলে ২১ রান।




