ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নতুন বছরে প্রথম ডেঙ্গুতে মৃ’ত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত একদিনে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে ৩৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এটি নতুন বছরের প্রথম ডেঙ্গু সংক্রান্ত মৃত্যু।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মৃত্যুবরণকারী ব্যক্তি রাজশাহীর বাসিন্দা।

হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগের (সিটি কর্পোরেশনের বাইরে) ৭ জন, ঢাকা বিভাগের (সিটি কর্পোরেশনের বাইরে) ২ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৪ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৩ জন,

চট্টগ্রাম বিভাগের (সিটি কর্পোরেশনের বাইরে) ১২ জন, খুলনা বিভাগের (সিটি কর্পোরেশনের বাইরে) ২ জন, ময়মনসিংহ বিভাগের (সিটি কর্পোরেশনের বাইরে) ১ জন এবং রাজশাহী বিভাগের (সিটি কর্পোরেশনের বাইরে) ২ জন রয়েছেন। বর্তমানে ৪ জন চিকিৎসাধীন।

সংবাদটি শেয়ার করুন