ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাবিতে ‘শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা’ শুরু ১৮ জানুয়ারি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যৌথ উদ্যোগে আগামী ১৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ‘শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা–২০২৬’।

১৮ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত পাঁচ দিনব্যাপী এই বইমেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পায়রা চত্বরে অনুষ্ঠিত হবে।

বইমেলার উদ্বোধন করবেন শহীদ শরিফ ওসমান হাদির ভাই ওমর বিন হাদি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ভিপি সাদিক কায়েমসহ বিশ্ববিদ্যালয় ও ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ।

সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে বইমেলার ঘোষণা দেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ঢাবি শাখার সভাপতি আশিক খান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আবিদ হাসান রাফি এবং ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

লিখিত বক্তব্যে আশিক খান বলেন, “শহীদ ওসমান হাদি কেবল একজন ব্যক্তি নন, তিনি আমাদের সময়ের প্রতিবাদী চেতনার প্রতীক। ভারতীয় আধিপত্যবাদ, ফ্যাসিবাদ ও দমন-পীড়নের বিরুদ্ধে তাঁর আপসহীন অবস্থান আজও তরুণ সমাজকে অনুপ্রাণিত করে।”

তিনি বলেন, নতুন প্রজন্মের কাছে শহীদ ওসমান হাদির জীবন, আদর্শ ও সংগ্রাম তুলে ধরা, পাঠ ও চিন্তার মাধ্যমে প্রতিবাদী চেতনাকে জাগ্রত করা এবং বইকে মুক্তচিন্তা ও প্রতিরোধের হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠা করাই এই বইমেলার মূল উদ্দেশ্য।

আয়োজকরা জানান, মেলায় বিভিন্ন প্রকাশনার বইয়ের স্টল, স্মরণসভা, আলোচনা ও সেমিনার, তরুণ লেখক-পাঠকদের অংশগ্রহণে মতবিনিময় এবং শহীদ ওসমান হাদির জীবন ও সংগ্রামভিত্তিক বিশেষ আয়োজন থাকবে।

ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, “শহীদ শরিফ ওসমান হাদির সাংস্কৃতিক লড়াইকে এগিয়ে নিতেই এই আয়োজন। আমরা প্রতিবছর নিয়মিতভাবে এই বইমেলা আয়োজন করতে চাই।”

সংবাদটি শেয়ার করুন