ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ফুটবলে নজীরবিহীন ঘটনা, লাল কার্ড দেখালেন দর্শককে

ফুটবলের মাঠে খেলোয়াড়, কোচ কিংবা কোচের সহকারীদের লাল কার্ড দেখার ঘটনা প্রায়ই দেখা গেলেও এবার দেখা গেলো এক ভিন্ন চিত্র। রেফারি লাল কার্ড দেখাতে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন একজন দর্শক। অদ্ভুত এক ঘটনার স্বাক্ষী হলো ফুটবল।

অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে স্কটল্যান্ডের পেশারদার ফুটবল লিগের ম্যাচ চলাকালীন সময়ে। দেশটির চতুর্থ সারির লিগ লিট টু’তে একটি ম্যাচে দর্শককে লাল কার্ড দেখিয়েছেন রেফারি। গত শনিবার নিজেদের মাঠে এডিনবার্গ সিটি ৪-১ গোলে স্টার্লিং অ্যালবিয়নের বিপক্ষে হেরে যায়। এই ম্যাচে রাসেল ম্যাকলিনের হ্যাটট্রিকে পাওয়া জয় ক্লাবটিকে স্কটিশ লিগ টু-তে পয়েন্ট টেবিলের ছয় নাম্বারে নিয়ে আসে।

তবে ম্যাকলিনের হ্যাটট্রিকের চেয়ে বেশি তোলপাড় সৃষ্টি করে ম্যাচের ৮৬ মিনিটের এক বিরল ঘটনা। ম্যাচের দায়িত্বরত রেফারি জোশ হে একজন দর্শককে লাল কার্ড দেখান যিনি পুরো ম্যাচে বিঘ্ন সৃষ্টি করছিলেন। জোশ হে নিরাপত্তারক্ষীদের ওই লাল কার্ড প্রপ্ত দর্শককে মাঠ থেকে সরানোর জন্য নির্দেশ দেন।

অবশ্য স্কটল্যান্ডের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রেফারি এই ঘটনাটিকে হাস্যরসাত্মকভাবে করেছেন, যা খেলা দেখতে উপস্থিত দর্শকদের মধ্যে হাসি বিষয় হয়ে দাড়িয়েছিল এবং বাস্তবে ঐ দর্শককে মাঠ ছাড়ার আদেশ দেওয়া হয়নি।

তবুও, স্টার্লিং অ্যালবিয়ন এই বিরর ঘটনাটির ছবি তাদের এক্সে (টুইটার) পোস্ট করলে বিষয়টি নিয়ে নানা মন্তব্য করতে থাকেন নেটিজনরা। একজন লিখেছেন, ‘হাস্যকর! এর কোনো মানে নেই। সবচেয়ে খারাপ অবস্থায় রেফারি শুধু দর্শকের দোষ নথিভুক্ত করতে পারেন, এবং যদি নিরাপত্তারক্ষীরা মনে করে আচরণ অগ্রহণযোগ্য, তখন তাদের বের করে দেওয়া যেতে পারে। রেফারি দর্শককে লাল কার্ড দেখানো শুধুই নিজেকে বড় করার চেষ্টা।’

অন্য একজন বলেন, ‘দর্শকদের উচিত ছিলো ঐ রেফারিকে লাল কার্ড দেখানো। এডিনবার্গ সিটির গোলের সময় হ্যান্ডবল মিস হয়েছে, ম্যাকলিনকে গলায় আঘাত করা নিয়ে পেনাল্টি হয়নি, এবং স্ট্যান্ড সাইড লাইনম্যানও ভীষণ বাজে ছিল। রেফারির এই সিদ্ধান্তটা ছিলো খুবই হতাশাজনক।’

সংবাদটি শেয়ার করুন