গায়ক ও অভিনেতা তাহসান খান ও রোজা আহমেদ মাত্র কয়েক মাসের বিয়ের পরই আলাদা হওয়ার খবর জানিয়েছেন। গত বছরের শুরুতে বিয়ের খবরে আনন্দিত ভক্তরা এবার দুঃসংবাদ শুনে মর্মাহত হয়েছেন। সামাজিক মাধ্যমে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়েছে এবং নেটিজেনরা জানতে চাচ্ছেন, কেন এই বিচ্ছেদ হলো। তাহসানের কাছের কয়েকজন বলছেন, এটি মূলত মনস্তাত্ত্বিক কারণে—দুজনের জীবন দর্শন আলাদা হয়ে যাওয়ায় সম্পর্ককে টিকিয়ে রাখা সম্ভব হয়নি।
গত জুলাই থেকে তাহসান ও রোজা আলাদা থাকছেন। বিষয়টি নিশ্চিত করে তাহসান বলেছেন, ‘শিগগিরই আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের বিচ্ছেদের ঘোষণা দেব।’ তিনি আরও জানান, ছয়–সাত মাস ধরে দুজন একসঙ্গে নেই এবং এখনই গুজব সত্য।
যদিও তাহসান আলাদা থাকার কথা জানিয়েছেন, রোজার ইনস্টাগ্রাম প্রোফাইলে এখনও তাদের যুগল ছবি রয়েছে। বিয়ের ছবিটি রোজা প্রথমে পিন করে রেখেছেন, যা ইঙ্গিত দেয় তিনি হয়তো আশা করছেন সম্পর্কের পুনর্মিলনের সম্ভাবনা আছে। তবে বাস্তবে দুজনের পথ আলাদা হয়ে গেছে।
তাহসানের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, তিনি গান ছেড়ে দিয়েছেন এবং সামাজিক মাধ্যম থেকেও দূরে সরে গেছেন। এর পেছনে ব্যক্তিগত জীবনযাপনের ইচ্ছা ও মনস্তাত্ত্বিক কারণ রয়েছে। অন্যদিকে, রোজার পরিচিতি বেড়ে যাওয়ায় তিনি সামাজিক মাধ্যমকে উপভোগ করছিলেন। প্রথম দিকে দুজন সম্পর্কের সমাধান করার চেষ্টা করেছিলেন, কিন্তু জীবন দর্শনের ভিন্নতা তাদের পথ ভিন্ন করে দিয়েছে।
তাহসান ও রোজা ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ের পর বিয়ে করেছিলেন। রোজা আহমেদ একজন পেশাদার মেকআপ আর্টিস্ট, যিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে দীর্ঘ সময় ধরে ব্রাইডাল মেকআপের কাজ করছেন এবং নিউইয়র্কে নিজস্ব প্রতিষ্ঠান পরিচালনা করেন। তাহসানের পূর্ববিবাহের সংসার ২০১৭ সালে শেষ হয়েছে, এবং সেই সংসারে তার এক কন্যাসন্তান রয়েছে—আইরা তাহরিম খান।




