ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই হত্যা মামলায় এই প্রথম কাউকে জামিন দিলো আইসিটি

জুলাই হত্যা মামলার আসামি হুমায়ুন কবির পাটোয়ারিকে জামিন দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই বিপ্লবের সময় হত্যাকাণ্ডের ঘটনায় এই প্রথম কোনো আসামিকে জামিন দিলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার বিচারপতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন- অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মঞ্জুরুল বাসিত ও জেলা ও দায়রা নুর মোহাম্মদ শাহারিয়ার কবির।

জানা গেছে, জামিন প্রাপ্ত আসামি হুমায়ুন কবির পাটোয়ারি, লক্ষীপুরে উপজেলা পর্যায়ের একজন আওয়ামী লীগ নেতা।

চারটি শর্তে আসামির জামিন মঞ্জুর করে আদালত। শর্তগুলো হলো-

১। জামিনের পর আসামি যেখানে থাকবেন তার ঠিকানা ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তাকে অবহিত করবে।

২। কোনো মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় বক্তব্য দেওয়া বা যুক্ত হতে পারবে না।

৩। ঠিকানা পরিবর্তন করলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তাকে এবং রেজিস্টারকে জানাতে হবে।

৪। এ মামলার কোনো সাক্ষীর সঙ্গে যোগাযোগ বা হুমকি দেওয়া যাবে না।

কোনো শর্ত ভঙ্গ করলে মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে তাৎক্ষণিক গ্রেপ্তার করতে পারবেন এবং তিনি আর কখনও জামিন পাবে না বলে জানিয়েছে ট্রাইব্যুনাল।

সংবাদটি শেয়ার করুন