শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

গুলি করে বাংলাদেশিকে নিয়ে গেছে বিএসএফ

বাংলাদেশি যুবককে গুলি করে সীমান্ত থেকে ধরে নিয়ে গেছে বিএসএফ। মঙ্গলবার সকাল ১০টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের রামকৃষ্ণপুর ইউনিয়নের সলিমপাড়া সীমান্তে বিএসএফ এই ঘটনা ঘটায়। ঘটনার শিকার গাজী (৩০) সলিমপাড়া গ্রামের নিয়ামত আলীর ছেলে।

স্থানীয়রা জানান, গাজী, রুবেল, সাহাবুলসহ সলিমপাড়া গ্রামের কয়েকজন কৃষক মঙ্গলবার সকাল ১০টার দিকে বাংলাদেশি ভূখণ্ডে ঘাস কাটতে যান। এ সময় ভারতের জলঙ্গী থানার মুরাদপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ওপর অতর্কিত গুলি ছুঁড়লে অন্যরা পালিয়ে গেলেও গাজী গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে গুলিবিদ্ধ গাজীকে ধরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।

গাজীর সঙ্গে ঘাস কাটতে যাওয়া রুবেল জানান, বাংলাদেশি সীমান্তে তারা ঘাস কাটছিলেন। বিএসএফের গুলিতে গাজী মারা গেছেন। পরে গাজীর লাশ টানতে টানতে নিজ ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ।

বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল রফিকুল আলম বলেন, বিএসএফের সঙ্গে কথা হয়েছে। তারা বিজিবিকে জানিয়েছে, সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে বিএসএফের সঙ্গে চোরাকারবারীদের গুলিবিনিময় হয়। এ সময় বিএসএফের ছোড়া গুলিতে ভারতীর ৩ চোরাকারবারী মারা গেছেন। সেখানে থাকা এক বাংলাদেশি নাগরিকের পায়ে গুলি লাগলে বিএসএফ সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসা দিচ্ছেন।

 

আনন্দবাজার/ডব্লিউ এস

আরও পড়ুনঃ  করোনায় সুস্থ হলেন বিশ্বের ৮ লাখ মানুষ

সংবাদটি শেয়ার করুন