ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

গণহত্যা মামলার আসামি হলেন ঢাবির বিভাগীয় চেয়ারম্যান

জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি ও তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানীকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে।

শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে বিভাগীয় চেয়ারম্যান হিসেবে গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশ হলে বিষয়টি সামনে। পরবর্তীতে, বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মাঝে তীব্র অসন্তোষ পরিলক্ষিত হয়। এর আগে, গত ৭ ডিসেম্বর উক্ত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আতাউর রহমান বিশ্বাস মৃত্যুবরণ করলে বিভাগীয় চেয়ারম্যানের পদটি শূন্য হয়।

অধ্যাপক গোলাম রব্বানীর বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ রয়েছে। এ সংক্রান্ত ঢাকা মহানগর মূখ্য হাকিম আদালতের একটি মামলার ৮ নং আসামি তিনি। এই মামলার প্রধান আসামি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও এ মামলায় আসামি হিসেবে আরও রয়েছেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সেতু ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, পুলিশের সাবেক আইজিপি মো. জাবেদ পাটোয়ারী, সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া প্রমুখ।

এছাড়াও, অধ্যাপক গোলাম রব্বানীর বিরুদ্ধে ২০২২ সালে ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় হত্যাচেষ্টা মামলা ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর এবং ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে।

জানা যায়, ৫ আগস্টের পর শিক্ষার্থীরা অধ্যাপক গোলাম রব্বানীর বিরুদ্ধে ব্যাপক আন্দোলন ও বয়কট শুরু করলে তিনি শিক্ষার্থীদের কাছে মাফ চেয়ে বিভাগে আসেন। কিন্তু এরপরও জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমনকি, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের হাজী মুহম্মদ মুহসীন হল ছাত্রলীগের এক নেতাকে গোপনে পরীক্ষা দেয়ানোর অভিযোগও রয়েছে অধ্যাপক রব্বানীর বিরুদ্ধে।

সংবাদটি শেয়ার করুন