ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকা বিশ্ববিদ্যালয় পূর্বধলা ছাত্রকল্যাণ পরিষদ (ডুপসা)’–এর ২০২৬–২৭ মেয়াদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মুর্তূজা হাসান খান ফাহিম এবং সাধারণ সম্পাদক হিসেবে ইফাদ হাসান।
শনিবার (১০ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির নিচতলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। সংগঠনের বিদায়ী সভাপতি সুমন আহমেদ সম্রাট ও সাধারণ সম্পাদক লিমন খান রানা সকল সম্মানিত উপদেষ্টাদের পরামর্শক্রমে এক বছরের জন্য কমিটির অনুমোদন দেন।
নবনির্বাচিত সভাপতি মুর্তূজা হাসান খান ফাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থী। তিনি পূর্বধলা উপজেলার বৈরাটি ইউনিয়নের কাজলা গ্রামের বাসিন্দা। অন্যদিকে সাধারণ সম্পাদক ইফাদ হাসান থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। তিনি ধলামূলগাঁও ইউনিয়নের লাওয়ারী গ্রামের সন্তান।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় পূর্বধলা ছাত্রকল্যাণ পরিষদ দীর্ঘদিন ধরে পূর্বধলা উপজেলার শিক্ষার্থীদের কল্যাণে নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার, বৃক্ষরোপণ কর্মসূচি, ক্রীড়া প্রতিযোগিতা, বারবিকিউ ও সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সহযোগিতা, হলে অবস্থান ও পড়াশোনাসহ বিভিন্ন সমস্যায় সহায়তা, শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং বাৎসরিক বনভোজন আয়োজন করে থাকে সংগঠনটি।




