ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মার্কিন কারাগারে মাদুরোর স্বাস্থ্য কেমন?

মার্কিন অভিযানে আটক হওয়া ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বর্তমানে নিউইয়র্কের কারাগারে রাখা হয়েছে। তারা ভালো আছেন বলে জানিয়েছেন মাদুরোর ছেলে, নিকোলাস মাদুরো গুয়েরা। শনিবার (১০ জানুয়ারি) পিএসইউভি পার্টির প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানান, কারাগারে থাকা অবস্থায় তার বাবা ও মা সুস্থ এবং সাহসী। ভিডিওতে মাদুরোর উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, “আমরা ভালো আছি। আমরা যোদ্ধা।”

মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যদিও ভেনেজুয়েলায় এখনও অস্থিরতা চলছে এবং দেশটিতে থাকা মার্কিন নাগরিকদের জরুরি ভিত্তিতে দেশত্যাগ করতে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, প্রো-সরকার সমর্থক মিলিশিয়া ‘অস্ত্রধারী কোলেক্টিভো’ সড়ক অবরোধ করে যানবাহন থামাচ্ছে এবং যাত্রীদের মধ্যে কেউ কেউ মার্কিন নাগরিক বা যুক্তরাষ্ট্রের সমর্থক কিনা তা যাচাই করছে।

ভেনেজুয়েলার সরকারের পক্ষ থেকে এই সতর্কবার্তা পুরোপুরি ভিত্তিহীন হিসেবে খণ্ডন করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশ এখন সম্পূর্ণ শান্তিপূর্ণ ও স্থিতিশীল। সব যোগাযোগ ব্যবস্থা, সড়ক এবং নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিকভাবে চলছে এবং প্রজাতন্ত্রের অস্ত্র বলিভারিয়ান সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।

মাদুরোর আকস্মিক পতনের পরও দেশের শাসনব্যবস্থায় বড় কোনো পরিবর্তন হয়নি। ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ নতুন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন এবং তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ভেনেজুয়েলা কোনো বিদেশি শক্তির মাধ্যমে নয়, দেশীয়ভাবে পরিচালিত হবে। মাদুরোর প্রভাবশালী সহযোগিরা এখনও তাদের পদে বহাল আছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, তারা রদ্রিগেজকে বাস্তববাদী নেতা হিসেবে দেখছেন এবং তার সঙ্গে কাজ করা সম্ভব।

সংবাদটি শেয়ার করুন