ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের সঙ্গে সাক্ষাৎ করেছেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ও এমপি পদপ্রার্থী আব্দুল হান্নান মাসউদ। শনিবার (১০ জানুয়ারি) রাতে হান্নান মাসউদ তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে এই সাক্ষাতের তথ্য প্রকাশ করেছেন। পোস্টে তিনি সাক্ষাতের একটি ছবি শেয়ার করে উল্লেখ করেন, এটি ছিল তার ও ডাকসু ভিপি সাদিক কায়েমের প্রথম দেখা।
সাক্ষাতের শুরুতেই সাদিক কায়েম হাসিমুখে হান্নান মাসউদকে উদ্দেশ্য করে বলেন, “হান্নান! হাতিয়ার অঞ্চলের মানুষের কাছ থেকে যতটুকু শুনি, ইনশাআল্লাহ তুমি এমপি হতে যাচ্ছ।” এই সংক্ষিপ্ত কথায়ই অঞ্চলের মানুষের সমর্থন ও বিশ্বাসের কথা উঠে এসেছে।
হান্নান মাসউদ তার পোস্টে আরও উল্লেখ করেন, প্রথম সাক্ষাতে তিনি সাদিক কায়েমের জন্য একটি উপহার নিয়ে গিয়েছিলেন। পাশাপাশি তিনি নতুন কিছু করার, পরিবর্তনের লক্ষ্যে একসঙ্গে লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয়ও ব্যক্ত করেছেন। এই সাক্ষাৎ রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক সাড়া ফেলেছে, বিশেষ করে ছাত্র নেতৃত্ব ও স্থানীয় জনপ্রতিনিধিত্বকে কেন্দ্র করে।
এই ধরনের সাক্ষাৎ রাজনৈতিক সংহতি ও সমর্থন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। হান্নান মাসউদের এই পদক্ষেপ তাদের কর্মী ও সমর্থকদের মধ্যে আশা ও উৎসাহের সঞ্চার করছে।




