ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সেই জিমি নিশাম বিপিএলের মাঝপথে ফিরলেন

নিউজিল্যান্ডের অভিজ্ঞ অলরাউন্ডার জিমি নিশাম এবার আবারো বিপিএলে ফিরেছেন। এবার তিনি খেলবেন রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে। গত বছর ফরচুন বরিশালের হয়ে তিনি ফাইনালের আগে দক্ষিণ আফ্রিকা থেকে উড়ে আসলেও মাঠে নামার সুযোগ পাননি। চট্টগ্রামের বিপক্ষে ফাইনালে বসে থাকার পরও তিনি জয়ী দলের সঙ্গে ‘চ্যাম্পিয়ন’ পদক ধারণ করেছিলেন।

এবার নিশাম প্রায় মাঝপথেই টুর্নামেন্টে যোগ দিয়েছেন। ৩৫ বছর বয়সী এই খেলোয়াড়কে রাজশাহী ওয়ারিয়র্স দলে অন্তর্ভুক্ত করেছে, এবং তিনি আজ সিলেটে দলের সঙ্গে যোগ দিয়েছেন। নিশামকে বলা হয় এ যুগের টি-টোয়েন্টির “ফেরিওয়ালা”।

২০২২ সালে নিউজিল্যান্ড ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তি থেকে বের হওয়ার পর থেকে বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন নিশাম। এর আগে তিনি নিউজিল্যান্ড জাতীয় দলসহ মোট ১১টি দলের হয়ে মাঠে নেমেছেন। নতুন বছরের প্রথম দিনে সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টি খেলেছেন, নভেম্বরে খেলেছেন নেপাল প্রিমিয়ার লিগে, এবং ২০২৫ সালের জানুয়ারি থেকে রাজশাহী তাঁর সপ্তম দল।

গত বছরের বিভিন্ন টুর্নামেন্টে নিশাম খেলেছেন এসএ টোয়েন্টির প্রিটোরিয়া ক্যাপিটালস, ফরচুন বরিশাল, পিএসএলের ইসলামাবাদ ইউনাইটেড, ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টে ডারহাম এবং নেপাল ও আরব আমিরাতে। ২০২৫ সালের ১০ জানুয়ারি থেকে ২০২৬ সালের ১০ জানুয়ারি পর্যন্ত মোট ৪৭টি টি-টোয়েন্টি খেলেছেন, যার মধ্যে ১৪টি জাতীয় দলের হয়ে।

রাজশাহী ওয়ারিয়র্স আগামীকাল দুপুরে সিলেটে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে। ৬ ম্যাচে ৪ জয় নিয়ে ৮ পয়েন্ট সংগ্রহ করে তারা প্লে-অফ দৌড়ে চতুর্থ স্থানে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন