ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মাঝমাঠ মাতালেন হামজা: এফএ কাপের চতুর্থ রাউন্ডে লেস্টার

লেস্টার সিটির হয়ে হামজা চৌধুরীর মাঝমাঠে খেলা হয়না বললেই চলে। বাংলাদেশি তারকা এই ফুটবলারকে কখনও লেফট ব্যাক কখনও রাইট ব্যাক পজিশনে দেখা যায়। আজ এফ এ কাপে অনেকদিন পর ডিফেন্সিভ মিডে খেললেন তিনি। আর মাঝমাঠে ফিরেই বাংলাদেশি এই তারকা দারুণ পারফরম্যান্স উপহার দিলেন দলকে। জয় পেয়েছে তাঁর দল লেস্টারও।

আজ এফ এ কাপের তৃতীয় রাউন্ডে শেল্টনহাম টাউনকে ২-০ গোলে পরাজিত করে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছে লেস্টার সিটি অর্থাৎ হামজার দল। খেলা শুরুর মাত্র ২৩ মিনিটের মাথায় জাম্বিয়ার ফরোয়ার্ড প্যাটসন ডাকার গোলে এগিয়ে যায় এবং ৪৫ মিনিটে স্টেফি মাভিডিডির গোলে এগিয়ে যায় লেস্টার সিটি।

আজকের খেলায় হামজা চৌধুরী শুরু থেকে নেমে শেষ বাঁশি পর্যন্ত ছিলেন মাঠে। ‘ফুটমুব’ অ্যাপ অনুযায়ী ৭.৫ রেটিং পেয়েছেন তিনি। ২৮ বছর বয়সী এই ফুটবলার গোলের লক্ষ্যে দুটি শট নিয়েছেন। ম্যাচে মোট বল স্পর্শ করেছেন ৯৫বার, প্রতিপক্ষের বক্সে বল পাঠিয়েছেন ১১বার।

হামজার মূল দায়িত্ব মূলত ডিফেন্স সামলানো। আক্রমণের কাজ তার জন্য তুলনামূলকভাবে ঐচ্ছিক। তবে শেল্টনহামের বিপক্ষে সে ডিফেন্সে দারুণভাবে কার্যকরী ছিলেন। ম্যাচে প্রতিপক্ষের একটি শট ব্লক করেছেন, তিনবার ট্যাকল সম্পন্ন করেছেন এবং দুটি রিকোভারি করেছেন। এছাড়া দু’বার সফলভাবে ড্রিবল করেছেন। একই সময়ে তিনি ম্যাচে সবচেয়ে বেশি তিনবার ফাউলের শিকারও হয়েছেন।

লেস্টার সিটি এফ এ কাপে জয় পেলেও চ্যাম্পিয়নশিপে ভালো অবস্থানে নেই। লিগে সবশেষ ১০ ম্যাচের পাঁচটিতেই হেরেছে হামজা চৌধুরীরা। পয়েন্ট টেবিলের ১২ তম অবস্থনে রয়েছে তারা।

আগামী শনিবার পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা কভেন্ট্রির মুখোমুখি হবে হামজার দল।

সংবাদটি শেয়ার করুন