ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

‘সাকিব আল হাসান এখনো বাংলাদেশের হয়ে খেলতে চায়’

ইংল্যান্ডের অভিজ্ঞ অলরাউন্ডার মঈন আলী আজ শনিবার সংবাদ সম্মেলনে তার পডকাস্টে সাকিব আল হাসানের বলা ব্যক্তিগত আলাপের বিষয়ে কথা বলেন। তিনি বলেন, সময়-সুযোগ হলে তামিম ইকবালকেও তার পডকাস্টে আনার ব্যাপারে আগ্রহী।

ইংল্যান্ডের এ অলরাউন্ডার বলেন, তার পডকাস্টের ধারণাটি প্রায় এক বছর বা তারও বেশি সময় আগে এসেছিল। এটি কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে শুরু হয়নি, বরং এটি তিনি এবং তার দুজন বন্ধু মিলে ব্যক্তিগত উদ্যোগে এটি শুরু করেছেন। তাদের এই স্ব-অর্থায়িত উদ্যোগটি এখন পর্যন্ত সফলভাবে এগোচ্ছে এবং ভবিষ্যতেও চলবে বলে আশা করেন তিনি।

মঈন আলীর পডকাস্টে বাংলাদেশেদি অলরাউন্ডার সাকিব আল হাসান এবং ওয়েস্ট ইন্ডিজের তারকা ডোয়াইন ব্রাভোকে নিয়ে করা পর্বটিকে তিনি অন্যতম সেরা হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, “আপনারা নিশ্চয়ই সাকিবের এপিসোডটা দেখেছেন, ওই অভিজ্ঞতা টি ছিল অসাধারণ। সাকিব আর ব্রাভো- ওটা সম্ভবত আমাদের সেরা এপিসোডগুলোর একটা।”

মঈন আলী আরও জানান, সাকিব নিজ উদ্যোগেই যোগ দিতে অত্যন্ত আগ্রহী ছিলেন। তাদের দুইজনের ব্যক্তিগত সম্পর্ক এই প্রক্রিয়াকে আরও সহজ করে তুলেছে।

মঈন আলী বলেন, “তিনি আসার জন্য খুব আগ্রহী ছিলেন। আমি সাকিবকে অনেক দিন ধরেই চিনি। আলাদা করে বোঝাতে হয়নি। শুধু জিজ্ঞেস করেছিলাম, আর সে নিজে থেকেই আগ্রহ দেখিয়েছে।”

সাকিবের অফক্যামেরা মন্তব্য প্রসঙ্গে মঈন আলী নিশ্চিত করেন, সাকিব নিজের ক্রিকেট ক্যারিয়ার বাংলাদেশে শেষ করতে চান এবং তিনি আবারও দেশের হয়ে মাঠে নামার দৃঢ় ইচ্ছা পোষণ করেন।

তিনি বলেন, ” আমি একটা বিষয় নিশ্চিতভাবে জানি যে সাকিব দর্শকদের সামনে আবার খেলতে চায়, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে চায় এবং দেশের হয়ে খেলে একটা সুন্দর বিদায় নিতে চায়।”

 

সংবাদটি শেয়ার করুন