ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

তামিমকে নিয়ে এমন মন্তব্য করা উচিৎ হয়নি: স্ট্যাটাস ইস্যুতে ইফতেখার মিঠু

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে বিসিবির পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম ‘ভারতীয় দালাল’ বলে মন্তব্য করেছেন। এই মন্তব্য কে কেন্দ্র করে বিসিবির আরেক পরিচালক ইফতেখার মিঠু বলেন, তামিমকে নিয়ে এমন মন্তব্য করা উচিৎ হয়নি।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি।

নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছে। এ বিষয়ে গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সাংবাদিকদের প্রশ্নের জবাবে বেশ কিছু কথা বলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তেমনই একটি মন্তব্যের ফটো কার্ড ফেইসবুকে শেয়ার করে নাজমুল ইসলাম লিখেন, ‘এইবার আরও একজন পরীক্ষিত ভারতীয় দালাল এর আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখলো।’

সেই পোস্টটি অনেক সময়ই ছিল তার ফেসবুকে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল সমালোচনা শুরু হলে একটা সময়ে তা মুছে ফেলেন তিনি।

তামিমকে নিয়ে পরিচারকের এমন মন্তব্য ভালো ভাবে দেখেননি ইফতেখার মিঠু। তামিমকে নিয়ে এমন মন্তব্য করা ঠিক হয়নি বলেও জানিয়েছেন ইফতেখার মিঠু।

শনিবার (১০ জানুয়ারি) এ বিষয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘তামিম ইকবাল বাংলাদেশের সম্পদ, তাকে নিয়ে এমন মন্তব্য করা উচিত হয়নি। ক্রিকেটারদেরও সহনশীল হয়ে সংবাদমাধ্যমে কথা বলতে হবে।’

 

সংবাদটি শেয়ার করুন