চট্টগ্রাম রয়্যালসের ওপেনির অ্যাডাম রসিংটন এবারের বিপিএল আসরে ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি ধারাবাহিক ছিলেন। ইংলিশ এই ব্যাটার ছয় ম্যাচের মধ্যে তিন ফিফটিতে ৬৪.৫ গড়ে ২৫৮ রান করেছেন। এক ম্যাচ কম খেলেও তিনি এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। সর্বোচ্চ এই রান সংগ্রাহকের এবার বিপিএল আসরে আর খেলা হচ্ছে না।
গতকাল (৯ জানুয়ারি) রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ে থাকা অবস্থায় বিনুরা ফার্নান্দোর বলে হাতের আঙুলে চোট পান তিনি। সেই চোটেই ২ সপ্তাহের জন্য মাঠ থেকে ছিটকে গেছেন। বিপিএলের এবারের আসরে আর খেলার সুযোগ না থাকায় নিজ দেশের উদ্দেশে উড়াল দিয়েছেন এই ক্রিকেটার।
চট্টগ্রামের টিম ম্যানেজার নাফিস ইকবাল খান জানান, রসিংটনের যে আঙুলে চোট লেগেছে সেখানে আগে থেকেই চোট ছিল তার। গতকাল ইনজুরির পর আঙুলের স্ক্যান করানো হয়। তাকে ২ সপ্তাহ বিশ্রামের পরামর্শ দেন চিকিৎসকরা। তাই বিপিএলের এবারের আসরে আর খেলার সুযোগ না থাকায় নিজ দেশে ফিরে যাচ্ছেন তিনি। নাফিস জানিয়েছেন, রসিংটনের অভাব পূরণে বিকল্প ব্যাটারের সন্ধান শুরু করে দিয়েছে চট্টগ্রাম।
চলতি বিপিএল শুরুর আগে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজির মালিকানা ঘিরে নানা অনিশ্চয়তা থাকলেও মাঠের পারফরম্যান্সে সব সংশয় উড়িয়ে দিয়েছে দলটি। টুর্নামেন্টে এখন পর্যন্ত ৭ ম্যাচে ৫টি জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে চট্টগ্রাম। দলের খেলোয়াড়রাও রয়েছেন দুর্দান্ত ছন্দে।
এই সাফল্যের পথে সবচেয়ে ধারাবাহিক পারফরমার ছিলেন রসিংটন। তাই তাঁর বিদায় চট্টগ্রামের জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা। বিসিবির মালিকানাধীন দলটি এখন এই শূন্যতা কীভাবে পূরণ করে, সেটিই দেখার অপেক্ষা।




