ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

জাগপা নেতা রাশেদ প্রধানের মনোনয়নপত্র বৈধ

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১০ জানুয়ারি) শুনানি শেষে ইসি তার মনোনয়নপত্র বৈধতা দেন।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর প্রাথমিক প্রতিক্রিয়ায় রাশেদ প্রধান বলেন, “আমার মনোনয়নপত্র বৈধ হয়েছে, আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। তবে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কিছু আশংকা রয়েছে। সারা দেশে বিএনপির ঋণ খেলাপি প্রার্থীদের মনোনয়ন বৈধ হওয়া দেশবাসীকে ভাবিয়ে তুলেছে।”

জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেন, “আমি এখানে দলের সভাপতি বা আইনজীবী হিসেবে আসিনি। আমি এসেছি আমার ভাইয়ের জন্য। ওসমান হাদির হত্যার বিচার চেয়ে তার বোনের আকুতি দেখেছেন, আমিও রাশেদ প্রধানের মনোনয়নপত্র বৈধতার জন্য এসেছিলাম এবং সফল হয়েছি।”

রাশেদ প্রধান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ ও পঞ্চগড়-২ দুটি আসনে জাগপা’র প্রার্থী। এর আগে ৩ জানুয়ারি হলফনামা সংক্রান্ত জটিলতার কারণে রিটার্নিং কর্মকর্তা ও পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন। পরে ৬ জানুয়ারি রাশেদ প্রধান আপিল করলে শনিবার তাকে প্রার্থিতা ফিরে দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন