রাজনীতিতে মতপার্থক্য স্বাভাবিক উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে তা কমিয়ে আনতে হবে। তিনি সতর্ক করে বলেন, মতপার্থক্য যেন কখনোই মতবিরোধ বা সংঘাতের রূপ না নেয়। প্রতিহিংসা ও প্রতিশোধপরায়ণ রাজনীতির ভয়াবহ পরিণতি দেশবাসী ইতোমধ্যে ৫ আগস্ট প্রত্যক্ষ করেছে।
শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, দেশের সামনে নানা সমস্যা ছিল এবং এখনো আছে, তবে এসব চ্যালেঞ্জ মোকাবিলার পথ হচ্ছে সামনে এগিয়ে যাওয়া—পেছনে ফিরে যাওয়া নয়। ৫ আগস্টের আগের পরিস্থিতিতে ফিরে যাওয়ার মাধ্যমে কোনো সমাধান আসবে না বলেও তিনি মন্তব্য করেন।
তারেক রহমান আরও বলেন, নতুন প্রজন্ম পরিবর্তন ও আশার দিকনির্দেশনা খুঁজছে। আমরা জাতিকে সঠিক ডাইরেকশনে নিয়ে যেতে পারব।
ভবিষ্যতে জনগণের ভোটে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হলে গণমাধ্যমের কাছ থেকে দায়িত্বশীল ও গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করেন বলেও জানান তারেক রহমান।




