আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (১০ জানুয়ারি) কমিশনের শীর্ষ শুনানিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ইসির বৈধ ঘোষণা পাওয়ার পর ড. আযাদ এখন পুরোপুরি নির্বাচনে অংশগ্রহণের অধিকার পেলেন।
জানা গেছে, এর আগে ২ জানুয়ারি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তার মনোনয়নপত্র বাতিল করেন। বাতিলের কারণ হিসেবে বলা হয়, প্রার্থী ড. হামিদুর রহমান আযাদের বিরুদ্ধে একটি আদালত অবমাননার মামলা চলমান থাকা সত্ত্বেও তিনি তা হলফনামায় গোপন করেছেন। এছাড়া তার বিরুদ্ধে অন্যান্য কিছু আইনি প্রক্রিয়ার জটিলতাও রিটার্নিং কর্মকর্তা উল্লেখ করেছিলেন। এই কারণে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল।
তবে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আপিল করলে ইসি শনিবারের শুনানিতে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে এবং প্রার্থীর প্রার্থিতা বৈধ ঘোষণা করে। ইসি বলেছে, “যে কোনো প্রার্থীকে আইনি কারণে স্থগিত বা বাতিল করার ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া মেনে চলা হবে এবং প্রার্থীর সমস্ত তথ্য ও আইনি নথি বিবেচনা করার পরই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।”
ড. হামিদুর রহমান আযাদ মনোনয়ন বৈধ হওয়ায় কক্সবাজার-২ আসনের নির্বাচনী প্রার্থীদের মধ্যে আবারো নির্বাচনী মাঠে তার অবস্থান শক্তিশালী হলো। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়েছে, দলের প্রার্থী নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত এবং ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে প্রচারণা চালানোর পরিকল্পনা রয়েছে।
এদিকে, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মনোনয়নপত্র বৈধ ঘোষণার ফলে কক্সবাজার-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হবে। নির্বাচনী মাঠে প্রার্থীরা ভোটারদের কাছে নিজেদের প্রার্থীতা ও নীতিমালা তুলে ধরার চেষ্টা শুরু করবেন। নির্বাচনী এলাকায় ইতোমধ্যেই রাজনৈতিক উত্তেজনা কিছুটা বেড়ে গেছে এবং বিভিন্ন দল ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ শুরু করেছে।
রিটার্নিং কর্মকর্তার প্রাথমিক বক্তব্যে বলা হয়েছিল, প্রার্থীর বিরুদ্ধে চলমান আইনি জটিলতার কারণে মনোনয়ন স্থগিত রাখা হয়েছিল। তবে ইসির সিদ্ধান্তে স্পষ্টভাবে বলা হয়েছে, প্রার্থীর উপস্থিত সমস্ত তথ্য ও নথি যাচাই-বাছাই শেষে তার প্রার্থিতা বৈধ। এ সিদ্ধান্ত রাজনৈতিক মহলে যথেষ্ট গুরুত্ব পেয়েছে।
তবে নির্বাচনী মাঠে এ বিষয়ে আরও প্রতিক্রিয়া জানার জন্য দলগুলোর নেতারা সক্রিয়ভাবে নিজেদের অবস্থান এবং ভোটারদের সঙ্গে যোগাযোগ চালাচ্ছেন। এই বৈধ ঘোষণার মাধ্যমে ড. হামিদুর রহমান আযাদ কক্সবাজার-২ আসনে ভোটের লড়াইয়ে অংশগ্রহণের পথে একধাপ এগিয়ে গেলেন।




