ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

কাওরান বাজার হ’ত্যা মামলায় তিনজন গ্রেফতার

রাজধানীর কাওরান বাজারের স্টার কাবাবের গলিতে স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান ওরফে মুছাব্বির হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

শুক্রবার (৯ জানুয়ারি) গভীর রাতে মানিকগঞ্জ ও গাজীপুরে একাধিক অভিযান পরিচালনার পর তাদের আটক করা হয়।

ডিবির একজন শীর্ষ কর্মকর্তা  শীষ একটি টিভি চ্যানেলকে তা নিশ্চিত করেছেন, গ্রেফতার হওয়া তিনজনের মধ্যে প্রধান শ্যুটার জিনাত, পরিকল্পনাকারী সন্দেহভাজন বিল্লাল এবং তাদের সহযোগী একজন রয়েছেন।

গত বুধবার রাজধানীর পশ্চিম তেজতুরি বাজার এলাকায় আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছিল। এ ঘটনায় পরদিন (৮ জানুয়ারি) তেজগাঁও থানায় পরিবারের পক্ষ থেকে অজ্ঞাত পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

সংবাদটি শেয়ার করুন