ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াতে ইসলামীর আমিরের আহ্বান: গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশ ও জাতির স্বার্থে গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘হ্যাঁ’ ভোট মানে পরিবর্তনের পক্ষে অবস্থান এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের পথে এগিয়ে যাওয়া। শনিবার (১০ জানুয়ারি) এক ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, গণভোট জনগণের সরাসরি মতামত প্রকাশের সুযোগ দেয় এবং অন্যায়, জুলুম ও স্বৈরাচারের বিরুদ্ধে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার সুযোগ তৈরি করে।

তিনি আরও উল্লেখ করেন, ‘হ্যাঁ’ ভোট মানে জুলাই সনদের পক্ষে অবস্থান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ নিশ্চিত করা। ডা. শফিকুর রহমান সকলকে দল-মত নির্বিশেষে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে আহ্বান জানিয়েছেন এবং বলেছেন, “আপনার একটি ভোটই হতে পারে সত্য ও ন্যায়ের বিজয়ের প্রধান হাতিয়ার।”

সংবাদটি শেয়ার করুন