ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহী আতিক ফাহাদ অভিযোগ করেছেন, চলতি বিপিএলে বিসিবির ইন্টিগ্রিটি ইউনিট ক্রিকেটারদের মানসিক চাপ সৃষ্টি করছে।
আজ (৯ জানুয়ারি) সিলেটে সংবাদ সম্মেলনে তিনি অধিনায়ক মোহাম্মদ মিঠুনকে পাশে নিয়ে বলেন, দলের খেলোয়াড়দের এমন পরিস্থিতি ক্যামেরায় ধরা পড়ে না।
আতিক ফাহাদ জানান, এ বছর বিপিএলে ফিক্সিং প্রতিরোধে কঠোর অবস্থান নেওয়া হলেও আইসিসির রেগুলেশন যথাযথভাবে মানা হচ্ছে না। তিনি সকালের একটি ঘটনা বর্ণনা দিয়ে বলেন, “রহমানউল্লাহ গুরবাজ সারা রাত ঘুমাতে পারেননি। সকাল ৭–৮টার দিকে ঘুমোচ্ছিল। হঠাৎ কয়েকজন, কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই, টিম ম্যানেজমেন্টকে না জানিয়ে তার রুমে ঢুকে যায়। গুরবাজ আমাকে এসে বলছে, ‘হোয়াট ইজ দিস?’
পরবর্তীতে গুরবাজকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয় এবং ফোন পরীক্ষা করা হয়। পরে ইন্টিগ্রিটি ইউনিট তাঁকে জানায়, কোনো ক্রিকেটারের রুমে এমনভাবে ঢুকতে হয় না এবং আগেই জানানো বাধ্যতামূলক। খেলোয়াড়দের মানসিক স্বাভাবিকতা নিশ্চিত করা প্রয়োজন।
সংবাদ সম্মেলনে জাতীয় দলের সহ-অধিনায়ক সাইফ হাসানকেও প্যাড পরা অবস্থায় জিজ্ঞাসাবাদ করার বিষয়টি তোলা হয়। অধিনায়ক মিঠুন বলেন, ম্যাচের সময় একজন খেলোয়াড় প্যাড পরে আছে। তখন এসে তাকে এমনভাবে প্রশ্ন করা কি ঠিক? ১৫–১৬ বছরের ক্যারিয়ারে আমি এমন কোনো ঘটনা দেখিনি। পৃথিবীর কোথাও এমন হয় না।
ঢাকা ক্যাপিটালস দাবি করেছেন, একটি নির্দিষ্ট দলকে ছাড়া বিপিএলের অন্য সব দলের খেলোয়াড়ের সঙ্গে এমন আচরণ করা হয়েছে। কোন দল তা জানতে চাইলে আতিক ফাহাদ বলেন, আপনারা স্মার্ট আছেন, বুঝে নিন।
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান প্রথম আলোকে জানান, আমরা ঢাকা ক্যাপিটালসকে লিখিত অভিযোগ দিতে বলেছি। এরপর ইন্টিগ্রিটি ইউনিটের সঙ্গে বিষয়টি আলোচনা করা হবে।




