বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে এখনও জয়ের দেখা পায়নি নোয়াখালী এক্সপ্রেস। আগের ৬ ম্যাচ হারের ধাক্কায় দলের মনোবল কম, তবে আজ রংপুর রাইডার্সের বিপক্ষে টসে হেরে আগে ব্যাট করতে নেমেও বড় সংগ্রহ করতে পারেনি তারা। শেষ পর্যন্ত দেড়শ রান অতিক্রম করতে না পেরে এক বল বাকি থাকতে ১৪৮ রানে অলআউট হয় নোয়াখালী।
রংপুরের বোলিংয়ের মধ্যে বিশেষ ছিলেন মোস্তাফিজুর রহমান ও মৃত্যুঞ্জয় চৌধুরী। মৃত্যুঞ্জয় শেষ ওভারে হ্যাটট্রিক পূরণ করে নোয়াখালীর ব্যাটিং লাইনকে বিধ্বস্ত করেন। ১১তম ওভারে প্রথম দুই বলে সৌম্য সরকার ও নবীকে ফেরান খুশদিল শাহ। পরের ওভারে কোনো উইকেট না পেলেও শেষ ওভারে অঙ্কন, জহির ও বিলাল সামিকে পরপর তিন বলে আউট করে হ্যাটট্রিক সম্পন্ন করেন মৃত্যুঞ্জয়।
নোয়াখালীর ব্যাটিং শুরু হয় উদ্বোধনী জুটিতে শাহাদত হোসেন দিপু ও সৌম্য সরকারের মাধ্যমে। দুই ওভারে তারা যোগ করেন ২৫ রান। তৃতীয় ওভারের প্রথম বলেই মোস্তাফিজ দিপুকে বোল্ড করে জুটিটিকে ভেঙে দেন। দিপু আউট হওয়ার আগে ৮ বলে ১৪ রান করেছিলেন।
দ্বিতীয় উইকেট জুটিতে ৪৩ রান যোগ করেন সৌম্য ও হাবিবুর রহমান সোহান। ৬৮ রানের মধ্যে হাবিবুর আউট হন ১৬ বলে ৩০ রান করে। জাকের আলী অনিক ধীরগতিতে ব্যাট চালিয়ে ৩৭ বলে ৩৮ রান করেন, তবে ১৯তম ওভারের দ্বিতীয় বলে মোস্তাফিজের হাতে ধরা পড়েন।
শেষ পর্যন্ত রংপুরের হয়ে মোস্তাফিজুর রহমান ও মৃত্যুঞ্জয় চৌধুরী নেন ৩টি করে উইকেট। এছাড়া খুশদিল শাহ ২টি, নাহিদ রানা ও সুফিয়ান মুকিম ১টি করে উইকেট নেন।




