ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন শেষে ‘থ্রি জিরো’ বাস্তবায়নে ফিরতে চান ড. ইউনূস

নির্বাচন-পরবর্তী সময় শেষ হলে আবারও নিজস্ব পেশাগত কর্মকাণ্ডে ফিরে যেতে চান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সম্প্রতি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাংলাদেশে আসা পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ বিষয়ে নিজের আগ্রহের কথা জানান।

প্রধান উপদেষ্টার দপ্তর সূত্রে জানা গেছে, দায়িত্ব শেষ হওয়ার পর অর্থনীতির অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার বহুল আলোচিত টেকসই উন্নয়ন দর্শন ‘থ্রি জিরো তত্ত্ব’ বাস্তবায়নে পূর্ণ সময় ব্যয় করতে চান। এই তত্ত্বের মূল লক্ষ্য হলো দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণকে শূন্যের কোঠায় নামিয়ে আনা।

চব্বিশের গণআন্দোলনের পর শিক্ষার্থীদের আহ্বানে সাড়া দিয়ে ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের আগে দীর্ঘদিন ধরে তিনি বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সেমিনারে ‘থ্রি জিরো’ ধারণা নিয়ে বক্তব্য দিয়ে আসছিলেন। সামাজিক ব্যবসা ও মানবিক অর্থনীতির মাধ্যমে বৈষম্যহীন বিশ্ব গড়ার আহ্বান ছিল তার বক্তৃতার মূল বিষয়।

‘থ্রি জিরো তত্ত্ব’ ড. মুহাম্মদ ইউনূসকে আন্তর্জাতিক পরিমণ্ডলেও একটি আলাদা পরিচিতি এনে দিয়েছে। শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ—এই তিন লক্ষ্য অর্জনে তরুণ সমাজ, আধুনিক প্রযুক্তি, সুশাসন এবং সামাজিক ব্যবসার ভূমিকার ওপর তিনি বরাবরই গুরুত্ব দিয়ে আসছেন।

সরকারি দায়িত্ব শেষে আবারও বৈশ্বিক পরিসরে এই তত্ত্ব বাস্তবায়নে সক্রিয় হওয়ার মধ্য দিয়ে মানবিক উন্নয়নের পথে নতুন করে ভূমিকা রাখতে চান ড. মুহাম্মদ ইউনূস—এমনটাই ইঙ্গিত দিচ্ছে সংশ্লিষ্ট মহল।

সংবাদটি শেয়ার করুন